Home National পঞ্জাবে গুরুদোয়ারায় গোলমাল,নিহাং শিখের গুলিতে নিহত পুলিশ

পঞ্জাবে গুরুদোয়ারায় গোলমাল,নিহাং শিখের গুলিতে নিহত পুলিশ

by Mahanagar Desk
16 views

মহানগর ডেস্ক: গুরুদোয়ারার মালিকানা নিয়ে গোলমালের জেরে পঞ্জাবের কাপুরথালায় একটি গুরুদোয়ারায় একদল নিহং শিখের গুলিতে প্রাণ হারালেন এক পুলিশকর্মী। জখম তিনজন। পুলিশ এই ঘটনায় গুরুদোয়ারায় বেআইনি অনুপ্রবেশের অভিযোগে নিহাং শিখ গোষ্ঠীর দশজনকে গ্রেফতার করেছে। পুলিশ গুরুদোয়ারার চত্বর ফাঁকা করতে গেলে নিহাং শিখ গুলি চালায়। যদিও চত্বর ফাঁকা করার কাজ চালিয়ে যায় পুলিশ। রাস্তায় দাঁড়িয়ে থাকার সময় পুলিশের ওপর গুলি চালানো হয় বলে জানা গিয়েছে।

কাপুরথালার এসপি(সদর দফতর) তেজবীর সিং হুণ্ডাল এ খবর সংবাদমাধ্যমকে জানিয়েছেন। খবর পেয়ে সিনিয়র পুলিশ অফিসাররা ঘটনাস্থলে ছুটে যান। এলাকায় বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে এখনও কমপক্ষে তিরিশজন নিহাং শিখ গুরুদোয়ারায় আত্মগোপন করে রয়েছে। প্রসঙ্গত, ১৬৯৯ সালে খালসা সৃষ্টির উৎস খুঁজে পাওয়া শিখদের নিহাং বলা হয়। তারা নীল পাগড়ি পরে থাকে। প্রায়ই সশস্ত্র অবস্থায় ঘুরে বেড়ায়। ২০২০ সালে কোভিডের সময় পাতিয়ালায় লকডাউন কার্যকর করতে গেলে এক পুলিশ অফিসারের হাত কেটে দেয় নিহাং শিখ প্রতিবাদকারীরা।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved