Home World উত্তর চিনে শিশুদের মধ্যে নিউমোনিয়ার বাড়বাড়ন্ত, তথ্য চাইল হু

উত্তর চিনে শিশুদের মধ্যে নিউমোনিয়ার বাড়বাড়ন্ত, তথ্য চাইল হু

by Mahanagar Desk
19 views

মহানগর ডেস্ক: চিনের উত্তরাংশে ইনফ্লুয়েঞ্জার মতো অসুস্থতা বেড়ে যাওয়ায় বেজিংয়ের কাছ থেকে তথ্য চাইল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেইসঙ্গে সংক্রমণের ঝুঁকি কমাতে জরুরি পদক্ষেপ নেওয়ার কথাও তারা বলেছে। গত অক্টোবের মাঝামাঝি থেকে গত তিন বছরের কিছু সময়ের তুলনায় ইনফ্লুয়েঞ্জার মতো অসুখ বেড়ে যাওয়ার কথা জানিয়েছে উত্তর চিন। হু-র সূত্রে এখবর জানা গিয়েছে।

বুধবার রাষ্ট্রসঙ্ঘের স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে তারা বেজিংকে শিশুদের মধ্যে শ্বাসযন্ত্রের সমস্যা বেড়ে যাওয়ার ব্যাপারে বিস্তারিত রিপোর্ট দিতে বলেছে। গত সপ্তাহে বেজিংয়ের ন্যাশনাল হেলথ কমিশন সংবাদমাধ্যমকে জানিয়েছে কোভিড নিয়ে নিয়ন্ত্রণ তুলে দেওয়ার পরই শ্বাসযন্ত্রের সমস্যা বেড়ে গিয়েছে।

বাতাসে প্যাথোজেন ও ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ, সাধারণ ব্যাকটেরিয়া ঘুরে বেড়ানোর ঘুরে বেড়ানোর কারণে শিশুদের মধ্যে শ্বাসযন্ত্রের সমস্যা বেড়ে গিয়েছে। প্রসঙ্গত, বেজিংয়ে সবথেকে বেশি শ্বাসকষ্টের সমস্যা খুব বেশি পর্যায়ে ঘটে আসছে বলে সরকারি সংবাদমাধ্যমকে বেজিং সেন্টার ফর ডিজিজ কনট্রোল অ্যান্ড প্রিভেনশনের ডেপুটি ডিরেক্টর ওয়াং কুয়ানয়ি জানিয়েছেন। তিনি জানান বেজিংয়ে বর্তমানে একাধিক প্যাথোজেনের অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে। নভেম্বরের একুশ তারিখে মিডিয়া অ্যান্ড ডিজিজ সার্ভিলেন্স সিস্টেম প্রো-মেড জানায় চিনের উত্তরে শিশুদের মধ্যে নির্ণয় না করা নিউমোনিয়ার হদিশ পাওয়া গিয়েছে।   

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved