Home National পাঁচদিনের ইউরোপ সফরে রাহুল গান্ধী, কটাক্ষ বিজেপির

পাঁচদিনের ইউরোপ সফরে রাহুল গান্ধী, কটাক্ষ বিজেপির

by Mahanagar Desk
2 views

মহানগর ডেস্ক: গত মে মাসে মোদী সফরের আগেই আমেরিকা সফর করেছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। আর এবার ইউরোপের তিন দেশ সফর কংগ্রেস সাংসদের জি-২০ সম্মেলনের মধ্যে।ইউরোপের তিনটি দেশ আগামী সেপ্টেম্বর মাসে ভ্রমণ করবেন তিনি।তাঁর এই সফরসূচির কথা জানানো হয়েছে দলের তরফে।এই সফরে দেশগুলির ভারতীয় বংশোদ্ভুতদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি একাধিক কর্মসূচিতে রাহুল যোগ দেবেন।

আগামী ৬ সেপ্টেম্বর রাহুলের ৫ দিনের ইউরোপীয় সফর শুরু হচ্ছে বলে সূত্রের খবর। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গিয়ে পৌঁছাবেন তিনি ৭ সেপ্টেম্বর।কংগ্রেস নেতা সেখানে ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন।প্যারিসের একটি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার কথা আছে তাঁর ৮ সেপ্টেম্বর।

আরও পড়ুন: ইসলামাবাদের ভারতীয় দূতাবাসের পরবর্তী চার্জ ডি’অ্যাফেয়ার্স একজন মহিলা,জেনে নিন তাঁর পরিচয়

এরপর,প্যারিসে শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক করবেন ৯ সেপ্টেম্বর।ওয়েনাডের সাংসদ ১০ তারিখ নরওয়ের অসলোতে যাবেন। ১১ সেপ্টেম্বর অসলোতে প্রবাসী ভারতীয়দের সাথে সাক্ষাৎ করবেন রাহুল সূচি অনুযায়ী।

সূত্রের খবরে জানা গিয়েছে, ইউরোপের তিন দেশ সফরের সময় সাংবাদিকদের মুখোমুখি হবেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।অন্যদিকে,বিজেপি রাহুলের বিদেশ সফরের কথা প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে মাঠে নেমে পড়েছে। ইউরোপ সফরে দেশের বিরুদ্ধে যাতে বিতর্কিত মন্তব্য করা না হয়, তা নিয়ে দেওয়া হয়েছে সাবধানী বার্তা।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved