Home World ইসলামাবাদের ভারতীয় দূতাবাসের পরবর্তী চার্জ ডি’অ্যাফেয়ার্স একজন মহিলা,জেনে নিন তাঁর পরিচয়

ইসলামাবাদের ভারতীয় দূতাবাসের পরবর্তী চার্জ ডি’অ্যাফেয়ার্স একজন মহিলা,জেনে নিন তাঁর পরিচয়

by Mahanagar Desk
3 views

মহানগর ডেস্ক: ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের পরবর্তী প্রধান অর্থাৎ চার্জ ডি’অ্যাফেয়ার্স হতে চলেছেন গীতিকা শ্রীবাস্তব। সোমবার বিদেশ মন্ত্রক একথা জানিয়েছে। ভারত-পাক কূটনীতির ইতিহাসে যা কিনা এই প্রথম বার। এবার কোনও হাই কমিশনের প্রধান পদে একজন মহিলা কূটনীতিককে দেখা যাবে।

বর্তমানে বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব (ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল) পদে রয়েছেন ২০০৫ সালের ইন্ডিয়ান ফরেন সার্ভিস ব্যাচের আধিকারিক গীতিকা শ্রীবাস্তব। সরকারি সূত্রে জানা গিয়েছে যে, ইসলামাবাদের বর্তমান ভারতীয় চার্জ ডি’অ্যাফেয়ার্স সুরেশ কুমার শীঘ্রই দিল্লিতে ফিরে আসবেন। তাঁর জায়গায় নতুন দায়িত্ব নিতে চলেছেন গীতিকা শ্রীবাস্তব।

আরও পড়ুন: ‘অভিষেককে লোকসভা ভোটের আগে গ্রেফতার করা হবে’ খবর পেয়ে কি বললেন মমতা

উল্লেখ্য, দ্বিপাক্ষিক কূটনৈতিক সংঘাতের সময় ২০১৯ সালের অগস্ট থেকে ‘হাই কমিশনার’ পদের অবলুপ্তি ঘটে। জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা রদের পর ইসলামাবাদের কূটনৈতিক পদক্ষেপের জেরেই এমন ঘটে। হাই কমিশনারের পরিবর্তে হাই কমিশনের শীর্ষপদ হিসাবে চিহ্নিত করা হয় চার্জ ডি’অ্যাফেয়ার্সকে।

গীতিকাকে খুবই দুঁদে অফিসার বলে মনে করা হয়। তিনি তার ক্যারিয়ারের বেশিরভাগ সময় চীনে কাটিয়েছেন। বর্তমানে তিনি ইন্দো প্যাসিফিক বিভাগে কর্মরত আছেন।পাকিস্তানি সংবাদপত্র দ্য নিউজ নিশ্চিত করেছে যে, পাকিস্তানে ভারতীয় হাইকমিশনার হিসেবে আইএফএস গীতিকা শ্রীবাস্তব নিযুক্ত হতে চলেছেন। উল্লেখ্য, দীর্ঘ চার বছরের ব্যবধানে পাকিস্তানে ভারতের একজন সার্বক্ষণিক হাইকমিশনার থাকবে।

আরও পড়ুন: Wife Left Husband House For Mobile Phone: ফেসবুক,ইনস্টাগ্রামে মাত্রাতিরিক্ত আসক্তি, বিয়ের পর স্বামীর ঘর ছাড়লেন নববধূ!

পাকিস্তানে মোতায়েনের সময় চীন ও ইন্দো প্যাসিফিক ডিভিশনের অভিজ্ঞতা গীতিকাকে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। গত চার বছর ধরে পাকিস্তানে ভারতের কোনো পূর্ণকালীন হাইকমিশনার ছিল না। সেই দায়িত্ব পালন করছিলেন ডেপুটি হাইকমিশনার। এর প্রভাব পড়ে ভারত ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের ওপরও।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved