মহানগর ডেস্ক: বুধবার রাজ্যসভা নির্বাচনের প্রার্থী হিসাবে নিজের মনোয়ন জমা দিলেন সোনিয়া গান্ধী। এদিন রাজস্থানের জয়পুরে গিয়ে মনোনয়ন জমা দেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী। সোনিয়ার সঙ্গে ছিলেন পুত্র রাহুল এবং কন্যা প্রিয়াঙ্কা। অভিষেক মনি সিংভিকে হিমাচল প্রদেশ থেকে রাজ্যসভায় কংগ্রেস প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছে কংগ্রেস।
দেশের ১৫টি রাজ্যের ৫৬টি রাজ্যসভার আসনে আগামী ২৭ ফেব্রুয়ারি নির্বাচন। বিধানসভা আসনের হিসাবে এই ৫৬টি আসনের মধ্যে ৯-১০টি আসনে জয়ের অবস্থায় রয়েছে কংগ্রেস। কংগ্রেসের জন্য এর মধ্যে সবচেয়ে নিরাপদ দুটি রাজ্য হল তেলেঙ্গানা এবং কর্ণাটক। রাজস্থান এবং হিমাচল প্রদেশেও একটি করা আসন জেতার জায়গায় রয়েছে কংগ্রেস। সেই জন্যই দলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজস্থানের রাজ্যসভা আসন থেকেই সোনিয়া গান্ধীকে সাংসদ হিয়াসে জিতিয়ে আনা হবে। সোনিয়ার দীর্ঘ অসুস্থতার জন্যই দল এই উদ্যোগ নিয়েছে।
বুধবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে জয়পুরে পৌঁছন সোনিয়া গান্ধী। দুপুর বারোটা নাগাদ নিজের মনোয়নপত্র জমা দেন। রাহুল ও প্রিয়াঙ্কা ছাড়াও উপস্থিত ছিলেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট।