Home National ফের সন্দেশখালি যাওয়ার আর্জি জানিয়ে আদালতে শুভেন্দু, তাঁর বিরুদ্ধে FIR করতে চায় রাজ্য

ফের সন্দেশখালি যাওয়ার আর্জি জানিয়ে আদালতে শুভেন্দু, তাঁর বিরুদ্ধে FIR করতে চায় রাজ্য

by Mahanagar Desk
20 views
Suvendu Adhikari, Sandeshkhali, South 24 pgs

মহানগর ডেস্কঃ  উতপ্ত সন্দেশখালি নিয়ে ইতিমধ্যেই সরগরম রাজ্য-রাজনীতি। তার মধ্যেই ফের সন্দেশখালি যাওয়রা জন্য হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। আগামী ২৬ ফেব্রুয়ারি ফের জেলিয়াখালি, হালদারপাড়া সহ আরও একাধিক জায়গায় যাওয়ার কথা নিয়ে আদালতের কাছে আর্জি জানালেন শুভেন্দু। অধিকারীর। গতকাল ফের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করা হয়েছে সন্দেশখালির বিভিন্ন এলাকা জুড়ে। যা আগামী শনিবার পর্যন্ত কার্যকরী হবে।

অপরদিকে বিরধী দলনেতা শুভেন্দুর বিরুদ্ধে FIR করতে চায় রাজ্য। এই মর্মে বিচারপতি কৌশিক চন্দের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। এদিকে শুভেন্দু অধিকারীর মামলাটি রয়েছে বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে। তাই রাজ্যকে প্রয়োজনীয় নির্দেশ নিতে পরামর্শ দেন বিচারপতি কৌশিক চন্দ। অন্যদিকে, শুভেন্দুর আইনজীবী আদালতে বলেন, ”সোমবার আমাদের যাওয়ার অনুমতি দেওয়া হোক। পুলিশি নিরাপত্তা দেওয়া হোক।” এর পরিপ্রেক্ষিতে বিচারপতি কৌশিক চন্দ বলেন, ”আগে যে ১৪৪ ধারার বিজ্ঞপ্তি জারি হয়েছিল সেটার মেয়াদ শেষ হয়েছে। প্রশাসন পরিস্থিতির পর্যালোচনা করে আবার ১৪৪ ধারা জারি করার সিদ্ধান্ত নিয়েছে। সেটা ভাল না খারাপ সেটা আদালতকে খতিয়ে দেখার সুযোগ দিতে হবে। রাজ্যকেও তার বক্তব্য পেশ করার সুযোগ দিতে হবে। নিয়ম অনুযায়ী ৪৮ ঘণ্টার নোটিশ দিতে হয়। সোমবার কেন ? অন্যদিন যান।”

বিচারপতির চন্দ আরও বলেন, ”অনেক রাজনৈতিক ব্যক্তিই যাচ্ছেন। আগামী সোমবারই আপনাকে যেতে হবে এই বক্তব্যের কোন গ্রহণযোগ্যতা আমি খুঁজে পাচ্ছি না। ওখানে তো আর মঞ্চ বাধা নেই যে আপনাকে গিয়ে বক্তৃতা দিতে হবে। সোমবারই আপনার যাওয়াটা এত জরুরি নয়। অন্য যে কোনও দিন যেতে পারেন। পোস্টারও ছাপানো হয়নি, মঞ্চও বাঁধা হয়নি, দলীয় কর্মীদেরও বলা হয়নি, ব্রিগেড চলো বলে ঘোষণাও করা হয়নি।” পুনরায় আগামী মঙ্গলবার হবে এই মামলার শুনানি।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved