Home National বিস্ফোরণের ষড়যন্ত্র মামলায় NIA-এর জালে IS অনুপ্রাণিত ২ জঙ্গি

বিস্ফোরণের ষড়যন্ত্র মামলায় NIA-এর জালে IS অনুপ্রাণিত ২ জঙ্গি

by Mahanagar Desk
0 views

 মহানগর  ডেস্ক:  ‘সুফা’-এর আইএসআইএস(ISIS)-অনুপ্রাণিত দুই পলাতক সন্ত্রাসবাদী   গ্রেফতার হল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (NIA) হাতে। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে রাজস্থানের চিতোরগড় থেকে বিস্ফোরক এবং ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস(IED) উদ্ধার মামলায় ওই দুজনকে গ্রেফতার করা হয়েছিল। তবে তারা পালিয়ে গিয়েছিল। অবশেষে দুই পলাতক অভিযুক্তকে  গ্রেফতার করেছে এনআইএ।

ধৃত দু’জনকে   মোহাম্মদ ইউনুস সাকি এবং ইমরান খান ওরফে ইউসুফ নামে চিহ্নিত করা হয়েছে। তারা দুজনেই মধ্যপ্রদেশের রতলাম জেলার বাসিন্দা। মামলার মূল পরিকল্পনাকারী ইউনুস সাকি। পরে তাদের জয়পুরের এনআইএর বিশেষ আদালতে পেশ করা হয়। এনআইএ তার প্রেস বিবৃতিতে জানিয়েছে, ধৃত দুই অভিযুক্ত মামলার মিসিং লিঙ্কগুলিকে খুঁজে পেতে সহায়তা করবে। ভারতে আইএসআইএসের সক্রিয় সদস্য এবং স্লিপার মডিউলগুলির সাথে সংগঠনের যোগসূত্র খুঁজে বের করতে সহায়তা করবে।

চমহারাষ্ট্র থেকে গ্রেপ্তার হওয়ার আগে এই দুজন সক্রিয়ভাবে আইএসআইএস মতাদর্শ ছড়িয়ে দেওয়ার কাজে নিযুক্ত ছিল, এমনটাই খবর এনআইএ সূত্রে। এনআইএ জানায়, ধৃত দুই অভিযুক্ত আইইডি তৈরিতে সিদ্ধ হস্ত। ইমরান খানের একটি পোল্ট্রি ফার্মে এই ধরনের ডিভাইস তৈরির জন্য তাদের সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া হতো। ওই পোল্ট্রি ফার্মটি গত মাসে এনআইএ চিহ্নিত করে। মতো

গত বছর ধৃত মোহাম্মদ ইউনুস সাকি এবং ইমরান খান ওরফে ইউসুফ পুনেতে আইইডি তৈরীর প্রশিক্ষণ এবং বানোয়াট কর্মশালার আয়োজন করে। এর আগে মহারাষ্ট্র থেকে তাদের গ্রেপ্তারের পূর্ব আইএসআইএস মতাদর্শ ছড়িয়ে দেওয়ার কাজ করতো দুজনে। সেই অভিযোগেই গ্রেফতার করা হয়েছিল তাদের। ২০২২ সালের সেপ্টেম্বরে, এনআইএ এই মামলায় ইমরান এবং অন্য ১০ জনের বিরুদ্ধে চার্জশিটও দাখিল করেইসলামিক-।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved