Home National দিল্লির নির্বাচন কমিশনের সামনে তৃণমূলের ধর্ণা জোর করে তুলে দিল পুলিশ!

দিল্লির নির্বাচন কমিশনের সামনে তৃণমূলের ধর্ণা জোর করে তুলে দিল পুলিশ!

by Mahanagar Desk
27 views

মহানগর ডেস্ক : ইডি, সিবিআই, এনআইএ, আয়কর এই চার দফতরের শীর্ষকার্তাকে সরিয়ে দেওয়ার দাবিতে দিল্লির নির্বাচন কমিশনের সামনে তৃণমূলের ২৪ ঘণ্টার ধর্ণা তুলে দিল দিল্লি পুলিশ। এই নিয়ে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের অফিসের সামনে পুলিশের সঙ্গে তৃণমূল নেতৃত্বের ধুন্ধুমার। শান্তনু সেন, দোলা সেন, অর্পিতা ঘোষ, ডেরেক ও’ব্রায়েন, সাগরিকা ঘোষ, অরূপ রাহা সহ তৃণমূল নেতৃত্বকে পুলিশ গ্রেফতার করে। নির্বাচন কমিশনের সামনের এই শান্তিপূর্ণ ২৪ ঘণ্টার ধর্ণা জোর করে তুলে দিল দিল্লি পুলিশ। তাদের মন্দির মার্গ থানায় নিয়ে যাওয়া হচ্ছে।

সোমবার তৃণমূলের এই প্রতিনিধিদল দিল্লির নির্বাচন কমিশনে অ্যাপয়েন্টমেন্ট করে দেখা করেন। ৬ পাতার অভিযোগপত্রে ৪টি কেন্দ্রীয় সংস্থা ইডি,সিবিআই,এনআইএ,ইনকাম ট্যাক্স এই চার দফতরের প্রধানকে পদ থেকে সরাতে হবে। এই চার সংস্থাকে ব্যবহার করে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ভোটের মুখে। এমনকি জলপাইগুড়িতে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের রাজ্যকে সহায়তা করার অনুমতি দেওয়া হচ্ছে না। তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দল সাড়ে চারটেয় নির্বাচন কমিশননারের সঙ্গে দেখা করেন। তারপর ৬ পাতার দাবিপত্র জমা দিয়ে তাঁরা নির্বাচন কমিশনের দফতরের সামনে প্ল্যাকার্ড হাতে নিয়ে ২৪ ঘণ্টার ধর্ণায় বসে। তবে কিছুক্ষণের মধ্যেই দিল্লি পুলিশ এসে জানায় নির্বাচন কমিশনের সামনে ধর্ণা চলবে না। মডেল কোড অফ কনডাক্ট জারি হয়ে গিয়েছে। এর পরই পুলিশ জোর করে তৃণমূল নেতৃত্বকে নির্বাচন কমিশন দফতরের সামন থেকে তুলে বাসে করে মন্দির মার্গ থানায় নিয়ে যায়।

গত বছর ২৩ অক্টোবর ১০০ দিনের কাজের টাকার দাবিতে আভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দল দিল্লির কৃষি ভবনের সামনে ধর্ণায় বসে, তখনও একই ভাবে দিল্লি পুলিশ তাঁদের তুলে দিয়েছিল। সোমবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি হল বলে শান্তনু সেন জানিয়েছেন।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved