Home National মদ বিক্রিতে শীর্ষে দেশের এই রাজ্য, বাংলা কত নম্বরে জানেন?  

মদ বিক্রিতে শীর্ষে দেশের এই রাজ্য, বাংলা কত নম্বরে জানেন?  

by Mahanagar Desk
55 views

মহানগর ডেস্কঃ মদ্যপান করেন এমন মানুষের সংখ্যা প্রচুর। কেউ আছেন কোনো বিশেষ অনুষ্ঠান হলে তখন পান করেন, কেউ আবার শখে মদ্যপান করেন, আবার কেউ মাঝেমধ্যে গ্লাস হাতে তোলেন। আবার এমন প্রচুর মানুষ আছেন যারা মদ্যপান করা একদম পছন্দ করেন না। আবার অনেকের কাছে মদ্যপান একটি নেশা, মদ ছাড়া তাদের দিন চলেনা এমন একটা ব্যাপার। গোটা দেশ জুড়ে দেখতে গেলে প্রচুর সংখ্যক মানুষ আছেন যারা নিয়মিত মদ্যপান করেন। তবে শুনলে অবাক হবেন মদ্যপানে বাংলা শীর্ষ তাকিকার অনেক নীচে। এটা জানার পর মনে উৎসুক জাগছে কোন রাজ্যের মানুষ বেশি মদ্যপান করেন তাইতো? নিয়মিত মদ্যপানের ভিক্তিতে রাজ্যের তালিকার নাম-

মদ্যপানের তালিকায় ১ নম্বরে যেই রাজ্য অবস্থান করছে, তার নাম শুনলে আপনি একটু অবাক হবেন। মদের বিক্রি দেশের মধ্যে সর্বাধিক পরিমাণে যেই রাজ্যে হয়, অর্থাৎ এক নম্বর রাজ্য হচ্ছে ছত্তিশগঢ়। এই রাজ্যে ৩ কোটি মানুষে বসবাস করেন, কিন্তু তার মধ্যেই প্রায় ৩৫ শতাংশ মানুষ নিয়মিত মদ্যপান করেন। এই তালিকায় দ্বিতীয় রাজ্য হলো ত্রিপুরা। এখানে প্রায় ৩৪ শতাংশ মানুষই নিয়মিত মদ্যপান করেন।

এই তালিকার তিন নম্বরে রয়েছে অন্ধ্রপ্রদেশ, এখানে প্রায় ৩৪ শতাংশ মানুষই নিয়মিত মদ্যপান করেন। চার নম্বরে রয়েছে পঞ্জাব, এখানের প্রায় ২৮ শতাংশ মানুষ নিয়মিত মদ্যপান করেন। আর পাঁচ নম্বরে রয়েছে অরুণাচল প্রদেশ, এখানের প্রায় ২৭ শতাংশ মানুষ মদ্যপান করেন। এই তালিকায় ৬ নম্বরে রয়েছে গোয়া। ৭ নম্বর তালিকায় রয়েছে কেরল । বাংলা এই তালিকায় ৮ নম্বরে রয়েছে, এই রাজ্যের প্রায় ১৫ শতাংশ মানুষ নিয়মিত মদ্যপান করেন।

নিয়মিত মদ্যপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এই কথা কম বেশি মোটামুটি সবাই জানি। কিন্তু মদের বিক্রির হার আর চাইদা বলে দেয় মানুষ এই মদ্যপানের ওপর কতটা নির্ভরশীল। চিকিৎসক দের মতে, কোনো পছন্দের খাবার বেশি বা অতিরিক্ত মাত্রায় খাওয়া শরীরের পক্ষে ভালো না, আর সেখানে যদি হয় নেশার দ্রব্য তাহলে তো সেটি আরোই ভালোনা। প্রতিদিন মদ্যপান করলে লিভার বা পেটের নানা সমস্যা দেখা দিতে পারে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved