Home National এবার পালা মার্কিন প্রেসিডেন্টের! সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন বাইডেন

এবার পালা মার্কিন প্রেসিডেন্টের! সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন বাইডেন

by Mahanagar Desk
0 views

নয়াদিল্লি:  ভারতে  আসবেন  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন রাষ্ট্র প্রধান ভারতে আসছেন জি-২০ নেতৃত্বের সামিটে (G-20 Leaders Summit) যোগ দিতে। ওই সামিটে একাধিক আন্তর্জাতিক ইস্যু নিয়ে জি-২০ সদস্য দেশগুলির সঙ্গে আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট। যার মধ্যে থাকবে জলবায়ু পরিবর্তন, ক্লিন এনার্জি ট্রানজিশন থেকে শুরু করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব, বহুপাক্ষিক উন্নয়নমূলক ব্যাঙ্ক গঠন ও তার ক্ষমতা।

ভারত এবার জি-২০ সামিটের সভাপতিত্বের দায়িত্ব নেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন বাইডেন,এমনটাই জানা গিয়েছে হোয়াইট হাউস সূত্রে। সূত্রের খবর,আগামী ৭ সেপ্টেম্বর ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি ভারতে থাকবেন ১০ সেপ্টেম্বর পর্যন্ত । জি-২০  সামিট বসছে নয়াদিল্লিতে।সেই বৈঠকেই অতিথি হিসাবে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান জানান, “জি-২০ সামিটে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার ও বিশ্ব ব্যাঙ্কের কাছে আর্থিক সাহায্য ও বেশ কিছু পরিবর্তনের আর্জি জানাবেন, যা জি-২০ অন্তর্ভুক্ত উন্নয়নশীল দেশগুলির চাহিদাকে আরও ভালভাবে পূরণ করবে। বেজিং বেল্ট ও সড়ক তৈরির উদ্যোগের মাধ্যমে চিন যে জোরপূর্বক নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে, তার বিকল্প হিসাবেই বিশ্ব ব্যাঙ্ক ও আইএমএফ-কে সাহায্যের নতুন পথ তৈরির আর্জি জানানো হবে।”

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved