Home Kolkata বিধ্বংসী আগুনের কবলে কলকাতার জুটমিল, প্রায় ২ কোটির ক্ষয়ক্ষতির আশঙ্কা 

বিধ্বংসী আগুনের কবলে কলকাতার জুটমিল, প্রায় ২ কোটির ক্ষয়ক্ষতির আশঙ্কা 

by Shreya Maji
45 views

মহানগর ডেস্ক:   ফের জুট মিলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা।  সকাল সকাল বিধ্বংসী আগুন লাগলো কাদাপাড়া জুটমিলে। প্রচুর ক্ষয় ক্ষতির আশঙ্কা করা  হচ্ছে। তবে স্বস্তির খবর এটাই যে  কেউ  আহত বা নিহত হননি । আগুন নিয়ন্ত্রণ করতে দমকলের ১০টি ইঞ্জিন  ঘটনাস্থলে পৌঁছায়।

 মঙ্গলবার, সকাল পৌনে  আট’টা নাগাদ জুটমিলের ৩নম্বর গুদাম ঘর থেকে আগুন ছড়ায়। বেলেঘাটা ইএম বাইপাসের ধারে কাদাপাড়া এলাকায় এই জুটমিল অবস্থিত। জুটমিলের জন্য এখানে অনেকগুলি গুদামঘর রয়েছে, এই সবকটি গুদামেই কাঁচা পাট সহ পাটের বিভিন্ন জিনিসপত্র এখানে মজুত ছিল। আগুন লাগার পর আগুনের শিখা দ্রুত গতিতে ছড়িয়ে যাওয়ার জেরে জুটমিলের একাংশ আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকে। জানা গিয়েছে প্রচুর পরিমাণে কাঁচা পাট মজুত ছিল যার জেরেই আরও দ্রুত গতিতে আগুন ছড়িয়ে পড়ে । আগুনের লাগার পর আগুনের শিখা এত দ্রুত ছড়িয়ে পড়ে চারিপাশে যে, আগুনের শিখা নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে দমকল কর্মীদের। গোটা এলাকা ধোঁয়ায় আছন্ন হয়ে গিয়েছে ।  আগুন এতটাই ভয়ংকর আকার নিয়েছিল যে ওই আগুনের বেগ কে নিয়ন্ত্রণ করতে দমকলের ১০টি ইঞ্জিন ঘটনা স্থলে যায়। তবে, আহত বা নিহতের মতো কোনও ঘটনা ঘটেনি বলেই জানা যাচ্ছে।

জুটমিলের কর্তৃপক্ষের দাবি, আগুন লাগার জেরে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জুটমিলের শ্রমিকরা আতঙ্কের মধ্যে আছেন বলেই জানা গিয়েছে। সকালে এমন ভাবে আগুন লাগার কারণ কেউ বুঝে উঠতে পারছেননা। জুটমিলে আগুন কীভাবে লাগল তা এখনও স্পষ্ট নয় কারও ছেই। মনে করা হচ্ছে শর্ট সার্কিট হয়েছিল, তার জেরে হয়ত এমন দুর্ঘটনার  ঘটেছে। তবে কি কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হবে বলেই জানানো হয়েছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved