Home Kolkata খুশিতে ডগমগ রাজ্যবাসী, ফের বন্ধ অফিস-শিক্ষা প্রতিষ্ঠান

খুশিতে ডগমগ রাজ্যবাসী, ফের বন্ধ অফিস-শিক্ষা প্রতিষ্ঠান

by Mahanagar Desk
1 views

নিজস্ব সংবাদদাতা: আবার ছুটি ঘোষণা করা হল রাজ্যে। কিছুদিন আগেই ছুটি ঘোষনা করার পর পুনরায় ছুটির কথা উঠতেই আনন্দে ডগমগ রাজ্যবাসী। কিন্তু অনেকের মনেই প্রশ্ন যে কি কারণে এই ছুটি? ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন কিছুদিন আগেই কেটে গিয়েছে। তার ফলাফলও বেরিয়ে গিয়েছে।তবে এবার বহু জায়গাতেই ২৩ এর পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে উঠে এসেছে বিশৃঙ্খলার ঘটনা। যার কারণে রাজ্য সরকার আবার সেই স্থানগুলিতে ভোট করাতে চাইছে।

আরও পড়ুন: যাদবপুরের হস্টেলের টবে গাঁজার চাষ, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

এবার আসি আসল কথায়! রাজ্য সরকার নোটিশ জারি করে জানিয়েছে,আগামী ৫ই সেপ্টেম্বর উপনির্বাচনের দিন শুধুমাত্র ধূপগুড়ি ও ধূপগুড়ি সংলগ্ন স্থানের স্কুল, কলেজ ও সরকারি অফিস বন্ধ থাকবে।নোটিশে জানানো হয়েছে,রাজ্যের অন্য কোথাও এই ছুটির প্রভাব পড়বে না।পাশাপাশি,শুধু স্কুল-অফিস আর কলেজই নয়।বন্ধ থাকবে ধুপগুড়ি এলাকার বাজার এবং মার্কেটও।

আরও পড়ুন: চাঁদের পা রাখল ভারত, সাফল্যের কৃতিত্ব বিজ্ঞানীদের, বললেন রাহুল

উল্লেখ্য, সম্প্রতি প্রয়াত হয়েছেন ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়। তাই সেখানে অনুষ্ঠিত হতে চলেছে ১৫তম বিধানসভা উপনির্বাচন। আগামী ৫ই সেপ্টেম্বর সেই উপলক্ষ্যে ধূপগুড়িতে শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল-কলেজ এবং সমস্ত সরকারী অফিস বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved