Home Kolkata সুজিত বসুকে তলব সিবিআইয়ের, আগামী সপ্তাহে হাজিরার নির্দেশ 

সুজিত বসুকে তলব সিবিআইয়ের, আগামী সপ্তাহে হাজিরার নির্দেশ 

by Mahanagar Desk
1 views

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলাকে কেন্দ্র করে দমকল মন্ত্রী সুজিত বসুকে তলব সিবিআইয়ের।মন্ত্রীকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৩১অগাস্ট সকাল ১১ টায়।সূত্রের খবর, ইতিমধ্যেই হাজিরার নোটিস মন্ত্রীর কাছে পৌঁছেছে। সিবিআই সূত্র থেকে জানা গিয়েছে,পুর নিয়োগ সংক্রান্ত মামলায় তাঁকে তলব করা হয়েছে।

আরও পড়ুন: খুশিতে ডগমগ রাজ্যবাসী, ফের বন্ধ অফিস-শিক্ষা প্রতিষ্ঠান

ধৃত অয়ন শীলের বাড়ি তল্লাশি চালিয়ে পুরসভার নিয়োগ সংক্রান্ত একাধিক উল্লেখযোগ্য তথ্য পেয়েছিলেন গোয়েন্দারা।তারপর থেকেই পুরসভা নিয়োগ দুর্নীতিতে তদন্তকারীদের নজর রয়েছে।তদন্তে নেমে, গোয়েন্দাদের হাতে ১৪ টি পুরসভায় তল্লাশি চালিয়ে ২০১৬ থেকে পুরসভায় নিয়োগে একাধিক দুর্নীতির তথ্য উঠে আসে। তালিকায় নামের লিস্ট- এ বাদ ছিল না দক্ষিণ দমদম পুরসভার নামও।

আরও পড়ুন: যাদবপুরের হস্টেলের টবে গাঁজার চাষ, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

প্রসঙ্গত, ২০১৬ সালে দক্ষিণ দমদম পুরসভার উপপুরপ্রধান ছিলেন সুজিত বসু। জানা গিয়েছে, সেকারণেই মন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। এবার মন্ত্রী হাজিরা দেন কি না, সেদিকেই নজর রয়েছে সকলের ।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved