HomeKolkataহাসপাতালের গাফিলতিতে মৃত্যু শিশুর

হাসপাতালের গাফিলতিতে মৃত্যু শিশুর

- Advertisement -

 

বৃহস্পতিবার এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটে বাগুইহাটির দেশবন্ধু হাসপাতালে। এক প্রসূতি গত সোমবার এই হাসপাতালে ভর্তি হয়। সেইদিন তিনি জন্ম দেন এক কন্যা সন্তানের। বুধবার শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তার মৃত্যু হয়। হাসপাতালের গাফিলতির অভিযোগ উঠেছে। তখন তারা বাগুইহাটির থানায় হাসপাতালের গাফিলতির কথা জানায়।

পরিবারের সদস্যদের পুলিশ জানায় যে থানাতে অভিযোগ জানতে গেলে আগে তাদের স্বাস্থ্য ভবনে যোগাযোগ করতে হবে। পরে পুলিশ যখন হাসপাতালে যায় তখন তখন তাদের ঘিরে ধরে মৃত শিশুটির পরিবারের সদস্যরা।

পুলিশ পরিবারে সদস্যদের জানায় যে এই হাসপাতালের তেমন ভালো কোনো রেকর্ড নেই।বরং এই হাসপাতালের পরিকাঠামো খুবই দূর্বল, সেরকম লোকজনও কম তা সত্ত্বেও তারা কেন এই হাসপাতালে এই প্রসূতিকে ভর্তি করেছে।

হাসপাতালের সুপার জানায় যে বাচ্চাটির ওজন স্বাভাবিকের চেয়ে কম ছিল। বুধবার শিশুটির অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। সারারাত চিকিৎসা চলা সত্ত্বেও বাচ্চাটিকে বাঁচানো যায়নি।

Most Popular