Home Kolkata এবার গঙ্গার নীচ দিয়ে ছুটবে মেট্রো, কোথায় যেতে কত ভাড়া , দেখে নিন এক নজরে

এবার গঙ্গার নীচ দিয়ে ছুটবে মেট্রো, কোথায় যেতে কত ভাড়া , দেখে নিন এক নজরে

by Mahanagar Desk
58 views

মহানগর ডেস্ক : পরিকল্পনা আর পরিশ্রমে অসাধ্য সাধন করল। এই প্রথমবার ভারতে নদীর তলা দিয়ে ছুটবে মেট্রো। সেই কলকাতায় ভারতের বুকে নয়া  ইতিহাস গড়ল। এই মেট্রোর একাধিকবার ট্রায়াল করা হয়েছে। সমস্ত দিক থেকে সবুজ সঙ্কেত পাওয়ার পরেই আজ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  উদ্বোধন করেছেন সেই সঙ্গেই  করেছেন গঙ্গার তলা দিয়ে মেট্রো সফরও। সবই তো থিক আছে এবার জেনে নেওয়া জাক কোথায়  যেতে কত ভাড়া লাগবে।

যবে থেকে এই পরিকল্পনা শুরু হয়, বিষয়টি প্রকাশ্যে আসার পর রাজ্যবাসী অপেক্ষায় ছিল কবে থেকে এই পরিকল্পনা বাস্তবে রূপান্তরিত হবে? আজ শেষমেশ পূরণ হোল। বুধবার চালু হয়ে গেল এই নতুন মেট্রো পরিষেবা। গঙ্গার  তলদেশ পেরিয়ে যেতে হবে দুটি ষ্টেশন হাওড়া ময়দান ও হাওড়া স্টেশন। নতুন রুটে মেট্রো চলবে হাওড়া ময়দান হয়ে এসপ্লানেড পর্যন্ত, যার ফলে, হাওড়া ও কলকাতার মধ্যে যোগসূত্র আরও সহজতর হয়ে দাঁড়াল । শুধু যে হাওড়ার সাথে এসপ্লানেড যুক্ত হয়েছে তা নয়, যেই রুট চালু হলো, তার সাথে জুড়ে গেল কলকাতা মেট্রোর একাধিক স্টেশনও। দক্ষিণেশ্বর, হাওড়া, গড়িয়া, ময়দান যাওয়া আরও সহজতর হয়েগেল । রেলের মতো পুরো যাতায়াতের টিকিট কেটে নেওয়ার মতো সুবিধে আছে। কোন রুটে যেতে কত টাকা লাগবে, অর্থাৎ যাতায়াতের ক্ষেত্রে ভাড়া সংক্রান্ত ব্যাপারে একটি তালিকা প্রকাশ করা হয়েছে মেট্রোর তরফ থেকে।

দেখে নিন ভাড়ার তালিকা-

মহাকরণ  – ১০ টাকা,     

এসপ্লানেড- ১০ টাকা

দক্ষিণেশ্বর পর্যন্ত- ৩০ টাকা

বরাহ নগর পর্যন্ত- ৩০ টাকা

নোয়াপাড়া পর্যন্ত- ৩০ টাকা

দমদম পর্যন্ত- ২৫ টাকা

বেলগাছিয়া পর্যন্ত- ২৫ টাকা

শ্যামবাজার পর্যন্ত- ২৫ টাকা

শোভাবাজার-সুতানুটি পর্যন্ত- ২০ টাকা

গিরীশ পার্ক পর্যন্ত- ২০ টাকা

মহাত্মা গান্ধী রোড পর্যন্ত- ২০ টাকা

সেন্ট্রাল পর্যন্ত- ১৫ টাকা

চাঁদনী চক পর্যন্ত- ১৫ টাকা

পার্ক স্ট্রিট পর্যন্ত- ১৫ টাকা

ময়দান পর্যন্ত- ১৫ টাকা

রবীন্দ্র সদন পর্যন্ত- ২০ টাকা

নেতাজী ভবন পর্যন্ত- ২০ টাকা

যতীন দাস পার্ক পর্যন্ত- ২০ টাকা

কালীঘাট পর্যন্ত- ২৫ টাকা

রবীন্দ্র সরোবর পর্যন্ত- ২৫ টাকা

মহানায়ক উত্তম কুমার পর্যন্ত- ২৫ টাকা

নেতাজী পর্যন্ত- ২৫ টাকা

মাস্টারদা সূর্য সেন (বাঁশদ্রোণী) পর্যন্ত- ৩০ টাকা

গীতাঞ্জলি (নাকতলা) পর্যন্ত- ৩০ টাকা

কবি নজরুল (গড়িয়া বাজার) পর্যন্ত- ৩০ টাকা

শহিদ ক্ষুদিরাম (ব্রিজি) পর্যন্ত- ৩০ টাকা

কবি সুভাষ (নিউ গড়িয়া) পর্যন্ত- ৩০ টাকা

সত্যজিৎ রায় পর্যন্ত- ৩৫ টাকা

জোতিরিন্দ্র নন্দী পর্যন্ত- ৪০ টাকা

কবি সুকান্ত পর্যন্ত- ৪০ টাকা

হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত- ৫০ টাকা

দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত- ৪০ টাকা।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved