Home Kolkata কলকাতায় এবার MSME টুল রুম, একাধিক বিষয়ে কোর্সের সুযোগ, থাকছে কৃত্রিম মেধাও 

কলকাতায় এবার MSME টুল রুম, একাধিক বিষয়ে কোর্সের সুযোগ, থাকছে কৃত্রিম মেধাও 

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক : বিশেষ কোর্স চালু করা হয়েছে স্নাতকস্তরের পড়াশোনা করছেন কিংবা সদ্যই দ্বাদশ উত্তীর্ণ হয়েছেন, এমন পড়ুয়াদের জন্য। ‘অ্যাডভান্সড রিপেয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স’ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ক্ষুদ্র, মাঝারি ও কুটিরশিল্প মন্ত্রকের কলকাতা টুল রুমের পক্ষ থেকে।দ্বাদশ থেকে যে কোনও শাখার স্নাতকস্তরের পড়ুয়াদের জন্য এই কোর্সগুলি সাজানো হয়েছে।দেখে নিন বিশদে কোন কোন বিষয়ে কী কী কোর্স করানো হবে।

কোর্স করতে পারবেন: হ্যান্ডহেল্ড ফোন – এইচএইচপি, অডিয়ো ভিডিয়ো – এভি, রুম এয়ার কন্ডিশনার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস – আরএসিএইচএ— এই সমস্ত বিষয়ে।এই কোর্সের ক্লাস সম্পূর্ণ হবে তিন থেকে চার মাসের মধ্যে। ক্লাসের পাশাপাশি, হাতে কলমে প্রশিক্ষণের সুযোগও থাকছে।দু’সপ্তাহের মধ্যে অ্যাডভান্সড সার্ভে ইনস্ট্রুমেন্টস, মাস্টারক্যাম,সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন, কোর জাভা, ওরাকেল,ডেটা অ্যানালিটিক্স, ম্যাটল্যাব, ভিএলসিআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং,কোর পাইথন,হার্ডঅয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং, অ্যাডভান্স নেটওয়ার্কিং,ল্যাবভিউ, ইন্টারনেট অফ থিংস, রোবটিক্স, অটোক্যাড, এমবেডেড সিস্টেম, — এই সমস্ত বিষয়ে বিভিন্ন ধরনের কোর্স করতে পারবেন। হাতেকলমে প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে প্রতিষ্ঠানের তরফে ক্লাস করানোর পাশাপাশি।

আরএসিএইচএ কোর্সের জন্য ২০ হাজার টাকা এবং এইচএইচপি কোর্সের জন্য ফি হিসাবে ১৫ হাজার অ্যাডভান্স দিতে হবে।সুযোগ থাকছে ফাস্ট কাম ফাস্ট সার্ভ-এর ভিত্তিতে আগ্রহীদের ভর্তি হওয়ার।শর্তসাপেক্ষে এই কোর্সে অংশগ্রহণ করতে পারবেন ভোকেশনাল ট্রেড কিংবা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও।

অনলাইনে নাম নথিভুক্ত করতে পারবেন আগ্রহী পড়ুয়ারা।২ হাজার টাকা কোর্স ফি দিতে হবে উল্লিখিত বিভিন্ন বিষয়ের কোর্সে ভর্তি হওয়ার জন্য।৩ অক্টোবর প্রথম দফায় থেকে কোর্সের ক্লাস শুরু হয়েছে। তাই প্রার্থীদের ১ নভেম্বর থেকে চালু হওয়া ক্লাসের জন্য নাম নথিভুক্তকরণের সুযোগ দেওয়া হবে।কোর্স এবং ক্লাস সম্পর্কে আরও জানতে দেখে নিতে হবে প্রতিষ্ঠানের ওয়েবসাইট।

প্রতিষ্ঠানের ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট সুমনা গঙ্গোপাধ্যায় এই প্রসঙ্গে জানিয়েছেন,”পড়ুয়াদের পড়াশোনার মাঝে যাতে কোর্সের ক্লাস করতে সমস্যা না হয়, সেই বিষয়টি মাথায় রেখেই দু’সপ্তাহের বেসিক কোর্স চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কোর্সগুলির মাধ্যমে দ্বাদশ উত্তীর্ণ পড়ুয়াদের সংশ্লিষ্ট বিষয়গুলির সঙ্গে প্রাথমিক পরিচয় করানো হবে। এর পাশাপাশি, যে কোনও শাখায় স্নাতক স্তরে পাঠরতদের দক্ষতা বাড়ানোর বিষয়টিও মাথায় রেখে ক্লাস করানো হবে। বর্তমানে কৃত্রিম মেধা, ডেটা অ্যানালিসিসের মতো বিষয়ের পেশাদার ক্ষেত্রে বিপুল চাহিদা রয়েছে। তাই এই কোর্সগুলির উপর বিশেষ ভাবে নজর দেওয়া হবে।”

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved