কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নকল সেনা কাণ্ডে গ্রেফতার মূল চক্রী। এশিয়ান হিউম্যান রাইটস সোসাইটির জেনারেল সেক্রেটারি বলে দাবি করা কাজী সাদেক হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। যাদবপুর থানার পক্ষ থেকে ওই ব্যক্তিকে হাজিরার কথা বলা হলেও তিনি কোনভাবেই যাদবপুর থানায় গিয়ে উপস্থিত হননি। তার পরেই গ্রেফতার।
উল্লেখ্য, দিন কয়েক আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সেনাবাহিনীর পোশাক পরে কিছু যুবক-যুবতী হঠাৎ করেই প্রবেশ করে। অনেকের অবশ্য তাদের দেখে সেনাবাহিনী বলেই ভুল করেছিলেন। তাদের চালচলন থেকে শুরু করে কথাবার্তা সবটাই ছিল সেনাবাহিনীর মত। নিজেদের বিশ্ব শান্তি সেনা হিসেবে পরিচয় দিয়ে, যাদবপুর বিশ্ববিদ্যালয় অশান্তি বাতাবরণ তৈরি হয়েছে শুনে সেখানে শান্তি প্রতিষ্ঠা করতে এসেছেন বলে দাবি করেন তারা। তাদের পরিচয় নিয়ে এর মধ্যে এবার দলের কর্মকর্তা কাজী সাদেক হোসেনকে গ্রেফতার করল পুলিশ।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী পদে মোদী বিরোধী মুখ কে! ঘোষণা অশোক গেহলটের
এদিকে শুক্রবার নোটিশ পাঠানো হলেও যাদবপুর থানায় হাজিরা দেননি সাদেক হোসেন। প্রথমে তাঁর খোঁজ না মিললেও রাতের দিকে গার্ডেনরিচ থানায় গিয়ে পুলিশের ওই নোটিস হাতে নেন তিনি। তাই জিজ্ঞাসাবাদের জন্য শনিবার রাতে প্রথমে গার্ডেনরিচ থানায় নিয়ে যাওয়া হয় সাদেক হোসেনকে। সেখান থেকে যাদবপুর থানায় আনা হয়। তারপরই গ্রেফতার করা হয় তাঁকে।
সেনার পোশাকে কারা সেদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করেছিল, তাদের উদ্দেশ্য কি? নিজেকে এশিয়ান হিউম্যান রাইটস সোসাইটির জেনারেল সেক্রেটারি বলে দাবি করা কাজী সাদেক হোসেনের আসল পরিচয়ই বা কি, সেটি জানার চেষ্টা করছে পুলিশ।