মহানগর ডেস্ক: আসন্ন ছবিতে জুটি বাঁধছেন স্বস্তিকা-বিক্রম।(Swastika-Bikram) টলিউডের আপকামিং থ্রিলার ছবিতে দেখা যাবে জুটিকে। থ্রিলার ও স্বস্তিকা! আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না, কেমন হবে এই ছবি। রোমাঞ্চে ঘেরা গল্পে স্বস্তিকা-বিক্রম এর জুটি যে সিনেমা হলে বাড়তি আনন্দ দেবে দর্শককে, সেটা বোঝে টলিউড। তাই নতুন বছরের রহস্যে নিয়ে আসছে এই সিনেমা।
থ্রিলার ঘরানার ছবি দেখতে বরাবরই আগ্রহী বাংলার দর্শক। শীতের হওয়াকে সঙ্গী করেই ৯ ডিসেম্বর কলকাতাতেই শেষ হয়েছে এই সিনেমার শুটিং। গল্পের প্রেক্ষাপট কি! সেটা জানতে অনুরাগীরা উদগ্রীব। মার্কিন মুলুকে ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি।
পরিচালনায় অরিন্দম ভট্টাচার্য। ছবির বিষয়বস্তু সিরিয়াল কিলিং। শহর দুর্গাপুরে ঘটে যাওয়া একের পর এক খুনের রহস্য উন্মোচন করবে এই ছবি। এক একনিষ্ঠ সাংবাদিক এর ভূমিকায় অভিনয় করবেন স্বস্তিকা। পুলিশের চরিত্রে বিক্রম। এই ছবির মূল উপাদান হল সিরিয়াল কিলিং ও মেডিক্যাল স্ক্যাম। এক কথায় ইনভেস্টিগেশন ড্রামা। ছবির নাম দুর্গাপুর জংশন। এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রাজদীপ সরকার, একাভালি খান্না, প্রদীপ ধর।
কেমন হল শ্যুটিং! চলছে পোস্ট প্রোডাকশন এর কাজ। শ্যুটিং এর মূহুর্ত ইতিমধ্যে ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তাতে ভালোবাসা উজার করে দিয়েছেন ভক্তরা। শোনা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে নতুন বছরেই মুক্তি পাবে দুর্গাপুর জংশন। মার্চ এপ্রিলেই দর্শক হলে বসে দেখতে পাবে স্বস্তিকা-বিক্রমকে।