মহানগর ডেস্ক: খাস কলকাতার এক জনবহুল বহুতলে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। নিউ টাউনের এক অভিজাত আবাসনের নীচ থেকে উদ্ধার হল কবিতা কাউর নামের বছর ৩৫ এর এক গৃহবধূর রক্তাক্ত দেহ। ঘটনাটি ঘটার কিছুক্ষনের মধ্যেই সেখানে পৌছায় টেকনো সিটি থানার পুলিশ। ঘটনাস্থলে পৌছেই তদন্ত শুরু করে দেয় পুলিশ।
পুলিশ সূত্রের প্রাথমিক অনুমান আত্মহত্যার কারণেই মৃত্যু হয়েছে ওই মহিলার। এই আবাসনের দশ তলায় থাকতেন ওই মহিলা তাঁর স্বামির সঙ্গে তবে বেশ কিছুদিন ধরেই পারিবারিক অশান্তি, স্বামির সঙ্গে ব্যাক্তিগত কারণে ঝামেলা চলতে থাকে তাদের। দিপ্রেশনে ভুগছিলেন ওই মহিলা। আভ্যন্তরীন অশান্তিই এই আত্মহত্যার কারণ কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
দেহ ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্যে। সেই সঙ্গে মৃতার স্বামীকেও জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে টেকনো সিটি থানার পুলিশ।মৃত্যুর কারণ আদেও আত্মহত্যা নাকি এর পশ্চাৎ-এ অন্য কোনো কারন আছে তা এখন গোটাটাই তদন্তস্বাপেক্ষ। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে চেক করা হচ্ছে আবাসনের সমস্ত সিসিটিভি ক্যামেরা, সেই সঙ্গে ঘটনার প্রতক্ষ্যদর্শীদেরও জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়াছে টেকনো সিটি থানায়।তবে এখনও কোনো অভি্যোগের মামলা দায়ের করা যাবেনা ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত।