Home Kolkata নাবালিকাকে যৌন নির্যাতন, নিউটাউনে গ্রেফতার বাংলাদেশি নাগরিক 

নাবালিকাকে যৌন নির্যাতন, নিউটাউনে গ্রেফতার বাংলাদেশি নাগরিক 

by Mahanagar Desk
5 views

মহানগর ডেস্ক: ফের শিরোনামে নিউটাউন!সুটকেস বন্দি ছাত্রের দেহ উদ্ধারের রেশ কাটতে না কাটতে ছাত্রীর গণধর্ষণ!আর এবার নাবালিকাকে ব্ল্যাকমেলিং,যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার এক বাংলাদেশি যুবক।টেকনো সিটি থানার পুলিশ,এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে।

গ্রেপ্তার হওয়া যুবকের নাম সোহেল রানা। ঘটনাটি ঘটেছে নিউটাউন বালিগড়ি এলাকায় সোমবার রাতে।বারাসত আদালতে ধৃতকে তোলা হবে মঙ্গলবার অর্থাৎ আজ।গত দু মাস ধরে নিউটাউনের বালিগড়ি এলাকায় ভাড়া থাকছিল বাংলাদেশের কুমিল্লা জেলার গাজীপুর এলাকার বাসিন্দা সোহেল রানা নামে ওই যুবক,এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে।

ওই যুবক বিশেষ কাজে বাংলাদেশ থেকে কলকাতা আসে।যুবকের বিরুদ্ধে নির্যাতিতার পরিবারের অভিযোগ,সোহেল রানা নিউটাউন বালিগড়ি এলাকার যে বাড়িতে ভাড়া থাকছিল,সেই বাড়ির মালিকের ১৪ বছরের নাবালিকা মেয়েকে বেশ কয়েকদিন ধরে একাধিকবার যৌন নির্যাতন করেছে। এরপর তাঁরা পুলিশ কমিশনের কাছে অভিযোগ করে যুবকের বিরুদ্ধে।পুলিশ কমিশনের তরফে নির্যাতিতার পরিবারকে আশ্বাস দেওয়া হয়েছে, যে তাঁরা বিষয়টি যথাসম্ভব খতিয়ে দেখবে।

You may also like