মহানগর ডেস্ক: শেষপর্যন্ত কি ইন্ডিয়া জোটের চাবি থাকতে চলেছে কংগ্রেসের হাতেই! আসলে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) ইন্ডিয়া জোটের চেয়ারপারসনের দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জল্পনা। INDIA ব্লক সূত্রে খবর, Indian National Developmental Inclusive Alliance এর চেয়ারপারসন পদের জন্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করা হতে পারে।
সূত্রে খবর, ইন্ডিয়া জোটের আহ্বায়ক পদে কে বসবেন, তা নিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। এছাড়াও আহ্বায়কের চারটি পদেরও প্রস্তাব করা হয়েছে, যা নিয়ে আলোচনা করা হবে আজকের বৈঠকে। কংগ্রেস অবশ্য আহ্বায়কের বিষয়টি সম্পূর্ণরূপে মিত্রদের ঐকমত্যের উপর ছেড়ে দিয়েছে বলে খবর। সূত্র মারফত খবর, ইন্ডিয়ান নামক বিরোধী জোটের একটি নতুন থিম সং প্রকাশ করা হবে। পুরনো থিম সং বাতিল করা হয়েছে। এবার একটি নতুন থিম সং তৈরি করা হবে, এবং একাধিক ভাষায় হবে। সংবিধানের প্রস্তাবনায় লেখা “আমরা ভারতের মানুষ (We the people of India)” এর উল্লেখ থাকতে পারে এই থিম গানে। ইন্ডিয়া জোটের লোগোতে ভারতের মানচিত্র রাখার প্রস্তাবনাও রয়েছে।
ইন্ডিয়া যুদ্ধের বৈঠকে ১১ সদস্য সম্বলিত একটি কমিটি গঠন করার কথা রয়েছে। ওই কমিটি ইন্ডিয়া জোটের কর্মসূচি নির্ধারণ করার পাশাপাশি আগামী দিনে জোটের ভূমিকা কি হবে তা নির্ধারণ করবে।