Home Bengal রাজ্যপালকে কাছে পেয়ে প্রাণ ভিক্ষা চাইলেন সন্দেশখালির আতঙ্কিত মহিলারা, আশ্বস্ত করলেন বোস

রাজ্যপালকে কাছে পেয়ে প্রাণ ভিক্ষা চাইলেন সন্দেশখালির আতঙ্কিত মহিলারা, আশ্বস্ত করলেন বোস

by Mahanagar Desk
20 views

 মহানগর ডেস্ক: “আপনি আমাদের বাঁচান। শেখ শাহজাহান, শিবু সর্দারকে গ্রেফতারের ব্যবস্থা করুন, সন্দেশখালির ওসিকে বদলির ব্যবস্থা করুন। না হলে আপনি চলে গেলে আমাদের শেষ করে দেবে ওরা…” ঠিক এই ভাবেই সোমবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে কাছে পেয়ে নিজেদের আতঙ্ক, ক্ষোভ, অসন্তোষ উগরে দিলেন সন্দেশখালির মহিলারা।

প্রতিরাতে শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারের মনোরঞ্জনের জন্য সন্দেশখালির গ্রাম থেকে মহিলাদের তৃণমূল পার্টি অফিসে নিয়ে যাওয়ার নির্মম কাহিনীও রাজ্যপালের কাছে বিবৃত করলেন সন্দেশখালির প্রতিবাদি মহিলারা। রাজ্যপাল সি ভি আনন্দ বোস গ্রামবাসীদের অভিযোগ শুনে আশ্বাস দেন, ‘‘আমি কথা দিচ্ছি, যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। আমার যা ক্ষমতা আছে, তা দিয়ে আমি ব্যবস্থা গ্রহণ করব।’’ রাজ্যপাল রাজভবনের কন্ট্রোল রুমের ফোন নাম্বার দেন রাজ্যপালকে। গ্রামের মহিলারা তাঁকে রাখি পরান, রাজ্যপাল ভাইয়ের মতো তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। এর আগে সন্দেশখালি যাওয়ার পথে বিমানবন্দরে রাজ্যপাল বলেন, “সন্দেশখালির ঘটনায় আমি দুঃখিত।”

এদিকে সোমবার রাজ্যপালের পাশাপাশি সন্দেশখালি যায় রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিরা। অন্যদিকে আজ সন্দেশখালি যাওয়ার পথে শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের বাসন্তী হাইওয়ের মুখে আটকে  দেয় পুলিশ। বিশাল পুলিশ ফোর্স ব্যারিকেড করে এবং পুলিশ ভ্যান দিয়ে রাস্তা আটকে  দেয়। শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়কদের যেতে দেওয়া হল না সন্দেশখালিতে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved