মহানগর ডেস্ক: ফের রক্তাক্ত কাশ্মীর। জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার কালাকোট জঙ্গলে সেনা জঙ্গির ভয়াবহে সংঘর্ষের দুই সেনা কর্মকর্তা এবং দুই সেনা নিহত হয়েছেন। সন্ত্রাস দমন অভিযানে মত ৪ জনের মৃত্যু হয়েছে।
বনাঞ্চলে সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর বিশেষ বাহিনী এবং পুলিশ যৌথ অভিযান শুরু করার পর সংঘর্ষ শুরু হয়। জম্মু ও কাশ্মীরের পীর পাঞ্জাল জঙ্গল গত কয়েক বছরে একাধিক এনকাউন্টারের পর নিরাপত্তা বাহিনীর কাছে সন্ত্রাস দমন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সন্ত্রাসবাদীরা তাদের অবস্থান লুকানোর জন্য ঘন বন ব্যবহার করছে। এটাই বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে সেনাবাহিনীর কাছে। সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, “জম্মু ও কাশ্মীরের রাজৌরি এলাকায় সন্ত্রাসীদের সাথে চলমান এনকাউন্টারে দুই অফিসার এবং দুই সেনা সহ চার সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। সন্ত্রাসবাদীদের একটি গোষ্ঠীর গতিবিধি সম্পর্কে ইনপুট পাওয়ার পর বিশেষ বাহিনী সহ সেনা মোতায়েন করা হয়েছে। এলাকা। ১৬ কর্পস কমান্ডার এবং রাষ্ট্রীয় রাইফেলসের রোমিও ফোর্স কমান্ডার অভিযানগুলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।”
প্রসঙ্গত, গত সপ্তাহে, রাজৌরি জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে এক জঙ্গি নিহত হয়েছে। বুধল তহসিলের গুল্লের-বেহরোট এলাকায় সেনাবাহিনী, পুলিশ এবং সিআরপিএফ-এর যৌথ দল দ্বারা অনুসন্ধান অভিযান চলাকালীন সকালে সংঘর্ষ শুরু হয়।