Home Bengal ‘বাংলায় বিষ ঢোকানো হচ্ছে’, শুভেন্দুর ‘কুকথা’র ভিডিও নিয়ে কটাক্ষ অভিষেকের

‘বাংলায় বিষ ঢোকানো হচ্ছে’, শুভেন্দুর ‘কুকথা’র ভিডিও নিয়ে কটাক্ষ অভিষেকের

সন্দেশখালি নিয়ে একটি তথ্যচিত্র করেছে বিজেপি।

by Pallabi Sanyal
42 views

মহানগর ডেস্ক : তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর ‘কুকথা’ সম্পর্কিত একটি ভিডিও নিয়ে মুখ খুলেছেন।বিভিন্ন সময়ে যে কুরুচিরকর মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা,তা নিয়েই মূলত ভিডিওটিষ সমসয়সীমা ২মিনিট। সন্দেশখালিতে শিখ আইপিএস অফিসার যশপ্রীত সিংয়ের উদ্দেশ্যে ‘খালিস্তানি’ মন্তব্যের পর অভিষেকের এই পোস্টকে কেন্দ্র করে চড়ছে পারদ।এই পদক্ষেপটি কৌশলগত বলে মনে করছে বিরোধী শিবির। তাদের বক্তব্য, লক্ষ্য শুভেন্দু অধিকারীকে অসম্মান করা এবং সম্ভবত তার খ্যাতি নষ্ট করা।

ভিডিওটি এক্সে পোস্ট করে অভিষেক লিখেছেন,’দু-মিনিটের এই ভিডিওটি দেখুন। সাক্ষী হোন, কী ভাবে বিজেপি বাংলার মধ্যে বিষ ঢুকিয়ে দিচ্ছে।’ এর পর তিনি আদালতের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে দিয়ে তিনি লিখছেন, ‘অনেক আবেদনের পরেও কলকাতা হাই কোর্ট এই ব্যক্তিকে (শুভেন্দু) রক্ষাকবচ দিয়ে রেখেছে।

প্রসঙ্গত, সন্দেশখালি নিয়ে একটি তথ্যচিত্র প্রকাশ করেছে বিজেপি। ২০ মিনিটের এই তথ্যচিত্রের মাধ্যমে গেরুয়া শিবির বোঝাতে চেয়ে ‘সত্যিটাকে’ আড়াল করতে চাইছে তৃণমূল সরকার। সেই আবহে, অভিষেকে ২ মিনিটের ভিডিওটি পাল্টা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অভিষেক।

You may also like