Home Bengal শেষ ইচ্ছে পূরণ মারার আগে, অষ্টম শ্রেণির ছাত্র মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য

শেষ ইচ্ছে পূরণ মারার আগে, অষ্টম শ্রেণির ছাত্র মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য

by Mahanagar Desk
1 views

কৃষ্ণনগর: ফের আরেক দুর্ঘটনার নজির। এক অষ্টম শ্রেণির পড়ুয়াকে অপহরণ করে খুনের অভিযোগ উঠল দশম শ্রেণীতে পাঠরত বন্ধুদের বিরুদ্ধে। মৃত কিশোরের নাম বিজয় রায়, বয়স ১৪। পড়ুয়া কৃষ্ণনগরের ঘূর্নি এলাকার বাসিন্দা। কৃষ্ণনগরের কোতয়ালি থানা এলাকায় শুক্রবার সন্ধ্যা থেকে নিখোঁজ ওই পড়ুয়ার মৃতদেহ।

ওই ছাত্র শুক্রবার সন্ধ্যায় বিস্কুট কেনার নাম করে বাড়ি থেকে বের হয়,এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে।তারপর সে গভীর রাত পর্যন্ত বাড়িতে ফেরেনি।এরপর ওই কিশোরের মা রাত একটা নাগাদ কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন।কোতোয়ালি থানার পুলিশ তদন্ত শুরু করে।তারমধ্যেই একটি অজ্ঞাত ফোন নাম্বার থেকে ফোন করে শনিবার দুপুরে কিশোরের পরিবারকে জানানো হয় যে, তিন লক্ষ টাকা মুক্তিপণ দিলে তবেই ছেলেকে ফেরত পাবে।

আরও পড়ুন: No Smart Phone For Children: আয়ারল্যান্ডের এই শহরে পড়ুয়াদের জন্য নিষিদ্ধ স্মার্ট ফোন!

এরপর, বিষয়টি পুলিশকে জানান পরিবারের লোকজন। পুলিশ কর্মীরা ফোন নম্বরের সূত্র ধরে দশম শ্রেণির তিন বন্ধুকে আটক করে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করার পর তারা স্বীকার করে,তারা ওই কিশোরকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে পুকুরের জলে ফেলে দিয়েছে শুক্রবার রাত ন’টা নাগাদ।এমনকী খুন করার আগে ওই কিশোরকে তার ইচ্ছামতো রসগোল্লা ও কোল্ড ড্রিঙ্কস খাওয়ানো হয়।

পুলিশ কৃষ্ণনগরে হিজুলি এলাকার একটি পুকুর থেকে ওই কিশোরের মৃতদেহ উদ্ধার করে ধৃতদের সঙ্গে নিয়ে।ওই কিশোরকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে, প্রাথমিক তদন্তের ফলে এমনটাই মনে করছে পুলিশ কর্মীরা। তবে খুনের কারণ নিয়ে এখনো ঘোলাটে এই খুনের ঘটনা। ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করে খুনের কারণ জানতে চেয়েছেন কোতয়ালি থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের পরে,পুলিশের অনুমান মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যেই করা হয়েছে এই খুন।

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved