Home Bengal বগটুইয়ে মৃত লালন শেখের বাড়ির নীচে মজুদ বোমা! চাঞ্চল্য বীরভূমে

বগটুইয়ে মৃত লালন শেখের বাড়ির নীচে মজুদ বোমা! চাঞ্চল্য বীরভূমে

by Mahanagar Desk
3 views

মহানগর ডেস্ক:  বগটুইকাণ্ডের অন্যতম অভিযুক্ত নিহত লালন শেখের বাড়ির বাগানে মিলল থরে থরে সাজানো বোমা। মঙ্গলবার সকালে রামপুরহাট থানারঅন্তর্গত বগটুইয়ে পশ্চিমপাড়ায় লালন শেখের বাড়ি থেকে বিপুল পরিমাণে তাজা বোমা উদ্ধার করে পুলিশ। লালন শেখের বাড়ির বাগানে মাটিতে গর্ত করে একটি প্লাস্টিকের পাত্রে রাখা ছিল সেই বোমাগুলি।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ সালের ২১ মার্চ বগটুই গ্রামে তৃণমূল কংগ্রেসের বড়শাল গ্রামপঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে খুনের অভিযোগ ওঠে। অভিযোগ, এই খুনের প্রতিশোধ নিতে সেদিন রাতেই গণহত্যা চলে বগটুই গ্রামে। গ্রামে আগুন লাগিয়ে দেওয়া হয় বেশ কয়েকটি বাড়িতে। অগ্নিকান্তের ঘটনায় মৃত্যু হয় দশজনের। ওই ঘটনার মূল অভিযুক্ত ছিলেন লালন শেখ। দীর্ঘদিন ধরে বেপাত্তা থাকার পর অবশেষে ঝাড়খন্ড থেকে তাঁকে গ্রেফতার করে সিবিআই। গতবছর ১২  ডিসেম্বর অস্বাভাবিকভাবে মৃত্যু হয় লালন শেখের। সিবিআই হেফাজতে থাকাকালীন মৃত্যু হয় তবে। রামপুরহাটে সিবিআই ক্যাম্পে বাথরুমে ঝুলন্ত অবস্থায় লালন শেখের দেহ উদ্ধার করে সিবিআই। বগটুইয়ের ঘটনার পর সিবিআই তাঁর বাড়ি সিল করে দেয়। পরে অবশ্য আদালতের নির্দেশ মেনে খুলে দেওয়া হয় বাড়ি। আর ওই বাড়ির সামনে থেকেই মঙ্গলবার সকালে বোমা উদ্ধার হল।

সিবিআই হেফাজতে থাকাকালীন মৃত লালন শেখের বাড়িতে ফের বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। খবর পাওয়া মাত্রই রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল ঘিরে ফেলেছে। ইতিমধ্যেই খবর দেয়া হয়েছে বোমস্কোয়ার্ডকে। বোমস্কোয়ার্ড এসে পৌঁছলেই বোমা নিষ্ক্রিয়করণ সম্পন্ন করা হবে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ।

 

You may also like