Home Bengal জনপ্রতিনিধিদের ভর্ৎসনা আদালতের, বেআইনি নির্মাণ নিয়ে পর্যবেক্ষণ

জনপ্রতিনিধিদের ভর্ৎসনা আদালতের, বেআইনি নির্মাণ নিয়ে পর্যবেক্ষণ

রাজনৈতিক প্রতিনিধিদের সঠিক পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে জানাল হাইকোর্ট।

by Pallabi Sanyal
9 views

মহানগর ডেস্ক : গার্ডেনরিচ কাণ্ডে এবার জনপ্রতিনিধিদের ভর্ৎসনা আদালতের। পুরসভা গটনার পর থেকে নিয়মে বদল আনলেও, বিধিনিষেধ আরোপ করলেও হবে না,রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে, সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদের। এমনটাই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির। সরকারি অফিসারদের শাস্তির পাশাপাশি রাজনৈতিক প্রতিনিধিদের সঠিক পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে জানাল হাইকোর্ট।

আদালতের পর্যবেক্ষণ,রাজনৈতিক সদিচ্ছা না থাকলে শুধু সরকারি বিধি নিষেধ তৈরি করে কিছু হবে না। আগে রাজনৈতিক সদিচ্ছা আছে কি না সেটা দেখুন, রাজ্যের কৌশলীকে বলেন প্রধান বিচারপতি। বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় প্রধান বিচারপতি জানান, যে সব এলাকায় দিনের পর দিন বেআইনি নির্মাণ হচ্ছে সেখানকার জনপ্রতিনিধি তার কিছুই জানেন না, এটা হতে পারে না। এমন প্রতিনিধিদের পদে থাকার কোনও অধিকার নেই। শুধু সরকারি অফিসারদের দোষ দিয়ে বা তাঁদের শাস্তি দিয়ে এই সমস্যার কোনও সমাধান নেই। রাজনীতিকদের আগে সৎভাবে এই বেআইনি বন্ধ করার ইচ্ছে দেখাতে হবে।

গার্ডেনরিচে বহুতল ধসে পড়ে একাধিক প্রাণহানির ঘটনা ঘটার পর থেকেই উঠেছে মেয়রের পদত্যাগের দাবি।কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলাতে গত ৮ এপ্রিল রিপোর্ট জমা দিয়েছিল রাজ্য ও কলকাতা পুরসভা। সেই রিপোর্টে জানানো হয়, গার্ডেনরিচের ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। এক জন পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চলছে।বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, পুরসভার যে আধিকারিকেরা এত দিন চুপ করে ছিলেন, তাঁরাও এই চক্রান্তে যুক্ত। তাঁরাই আসল দোষী। এটাও তদন্ত করে দেখার প্রয়োজনীয়তা রয়েছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved