HomeBengalমমতার নেতৃত্বে পশ্চিমবঙ্গ এখন লগ্নির আদর্শ, আরও ২০,০০০ কোটি বিনিয়োগ ঘোষণা মুকেশ...

মমতার নেতৃত্বে পশ্চিমবঙ্গ এখন লগ্নির আদর্শ, আরও ২০,০০০ কোটি বিনিয়োগ ঘোষণা মুকেশ আম্বানির

- Advertisement -

মহানগর ডেস্ক: মঙ্গলবার ছিল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রথম দিন। যেখানে উপস্থিত ছিলেন, বিশ্বের একাধিক বাণিজ্যিক প্রভাবশালীরা। ছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানিও। একই মঞ্চেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে, বাংলার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যার দায়িত্বে এতদিন ছিলেন শাহরুখ খান। এদিন সঠিক বাংলা কথা না বলতে পারলেও আলতো বাংলা বলেছেন মুকেশ আম্বানি। এছাড়াও মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বাংলায় আরও বিনিয়োগের কথা ঘোষণা করেন রিলায়্যান্স কর্তা মুকেশ আম্বানি।

বক্তৃতায় মুকেশ বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের জন্যই বাংলায় আজ লগ্নির আদর্শ পরিবেশ তৈরি হয়েছে। আমাদের কাছেও বাংলা এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য।’’ সঙ্গে তিনি জানালেন, তাঁর নেতৃত্বের কথা চিন্তাভাবনা করেই রিলায়্যান্স গোষ্ঠী আগামী তিন বছরে বাংলায় আরও ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে। ইতিমধ্যেই রাজ্যে ৪৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে রিলায়্যান্স। আগামী তিন বছরে আরও ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে।

শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিক্ষেত্রকে ডিজিটালি আরও উন্নত করার জন্য বিনিয়োগ করা হবে। টেলি যোগাযোগে জিয়োকে আরও প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়া হবে। বাংলার জিডিপি-ই বলছে, এই রাজ্য এখন বিনিয়োগের জন্য অনেকটা উর্বর। এ ছাড়াও কালীঘাট মন্দির সংস্কারের কাজে হাত দেবেন তাঁরা। সংস্কারের কাজ নীতা (মুকেশের স্ত্রী) এবং তিনি তত্ত্বাবধান করবেন। বাংলার হস্তশিল্পকে বিপণন করবে রিলায়্যান্স মার্ট।

 

 

 

Most Popular