HomeSports Newsসৌরভ গাঙ্গুলিকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির

সৌরভ গাঙ্গুলিকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির

- Advertisement -

মহানগর ডেস্ক: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌরভ গাঙ্গুলিকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করলেন।তিনি বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রথম দিনেই এই ঘোষণা করলেন। বলিউড সুপারস্টার শাহরুখ খান এর আগে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন। নতুন করে এদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে বিনিয়োগের জন্য বড় বার্তা দিতে চলেছেন, তা বোঝা গিয়েছিল আগে থেকেই। এদিন তিনি বিনিয়োগের পাশাপাশি জোর দেওয়ার কথা বলেন কর্মসংস্থানের উপরও। একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের উন্নয়নের খতিয়ান দিয়ে বলেন, ‘অনেকে বলেন বাংলা নাকি শুধু হিংসার মাটি! তাহলে আমরা এত কিছু করছি কী ভাবে। অনেকে গুজব ছড়াচ্ছে। কিছু রাজনৈতিক দল গুজব ছড়ানোর চেষ্টা করছে।’

সৌরভও এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হন। সৌরভ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে এদিন নিজের মন্তব্যে বলেন, ‘ছোট খাটো বিষয়ে খোঁজ নেন দিদি। এক মিনিটে মেসেজের রিপ্ল্যাই দেন।’ মমতা এদিন নিয়োগপত্র তুলে দেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে। সৌরভকে হাসিমুখেই গ্রহণ করতে দেখা যায় নতুন দায়িত্ব।মুখ্যমন্ত্রীর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Most Popular