Home Bengal “১০ বছর সংরক্ষিত থাকবে ওএমআর”, ব্রাত্য

“১০ বছর সংরক্ষিত থাকবে ওএমআর”, ব্রাত্য

by Mahanagar Desk
41 views

মহানগর ডেস্ক : এখন থেকে রাজ্যে যে এসএসসি পরীক্ষা হবে, তার ওএমআর শিট ১০ বছর সংরক্ষিত রাখা হবে। সাংবাদিক বৈঠকে জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

ব্রাত্য সাংবাদিক সম্মেলনে আদালতের নির্দেশে চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে ব্রাত্য বলেন, “<span;>এই ছেলেমেয়েগুলিকে বলির পাঁঠা ভাবছে বিজেপি। এদের জন্য কোনও দরদ নেই ওদের। দরদ আছে শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যোগ্যদের জন্য তিনি যতদূর যাওয়ার যাবেন। ৮ শতাংশ অযোগ্য, যোগ্য ৯২ শতাংশ।’’
ব্রাত্য সুপার নিউমেরিক পদ সৃষ্টি প্রসঙ্গে এদিন বলেন, ‘‘এর আগে আদালত একবারও আমাদের জিজ্ঞাসা করেনি যে কেন ওই পদ তৈরি করা হল। আমরা যদি ‘অপরাধী’ হই, তা হলে আমাদেরও আত্মপক্ষ সমর্থনের জায়গা থাকা উচিত। আদালতের ধরে নেওয়া থেকে রায় শোনানো হচ্ছে।’’

ব্রাত্য আরও বলেন,  ব্রাত্য বলেন, ‘‘সুপারনিউমেরিক পদ নিয়ে অনেক চর্চা চলছে। কিন্তু সুপারনিউমেরিক পদ তৈরি করা হলেও সরকার চাকরি দিতে পারেনি। একটিই চাকরি দেওয়া হয়েছিল। এক জনকেই সুপারনিউমেরিক পদে চাকরি দেওয়া হয়েছিল প্রাক্তন বিচারপতি তথা বিজেপির তমলুক কেন্দ্রের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথায়। এখন তিনি দুর্নীতি হয়েছে বলে বলছেন। কিন্তু নিজে সুপারনিউমেরিক পদ থেকে চাকরি দেওয়ার কথা বলেছিলেন। সরকার একটাও চাকরি নিজে থেকে দেয়নি।’’

এসএসসির ২৬ হাজার নিয়োগ বাতিল প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বলেন, ‘‘আগে থেকে আগাম ঘোষণা করে চাকরি যাওয়ার কথা বলেছিল বিজেপি। বিরোধী দলনেতা এবং ওন্দার বিজেপি বিধায়ককে উল্লাস করতে দেখা গিয়েছে এ নিয়ে। এত মানুষের চাকরি চলে গেল, যেন কত আনন্দের কথা! অযোগ্যদের চিহ্নিত করে এসএসসির তরফে তালিকা আদালতে জমা দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন এসএসসির চেয়ারম্যান। যোগ্যদেরও চিহ্নিত করা হয়। কিন্তু  হাই কোর্ট প্যানেল বাতিল করায় অযোগ্যদের সঙ্গে যোগ্যদেরও চাকরি গিয়েছে। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার। পুরো বিষয়টি এখন বিচারাধীন।’’

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved