Home Bengal সপ্তাহের প্রথম দিনে সুখবর শোনালো আবহাওয়া দফতর, কবে মিলবে স্বস্তি?

সপ্তাহের প্রথম দিনে সুখবর শোনালো আবহাওয়া দফতর, কবে মিলবে স্বস্তি?

কলকাতার পরস্থিতি বদলের সম্ভাবনা নেই।

by Pallabi Sanyal
52 views

মহানগর ডেস্ক : চড়চড়িয়ে উঠছে তাপমাত্রার পারদ। দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ। কবে এই অসহ্য গরম থেকে মিলবে মুক্তি, সেই উত্তরই খুঁজছে শহরবাসী। সকাল ১০ টার পর প্রখর রৌদ্রে বাইরে ঘোরা কষ্টকর হয়ে পড়ছে। তার সঙ্গে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। ফলে ফের সেই চাঁদি ফাটা গরম, সঙ্গে প্যাচপ্যাচে ঘর্মাক্ত পরিস্থিতি। তবে সপ্তাহের প্রথম দিন সুখবর শোনালো আবহাওয়া দফতর। কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।সোমবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ারই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আহাওয়া দফতর।

এদিকে কলকাতার পরস্থিতি বদলের সম্ভাবনা নেই। সোমবার শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। সঙ্গে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস, সেটিও স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। আকাশ আংশিক মোঘলা থাকতে পারে। তবে বৃষ্টির আপাতত কোনও পূর্বাভাস দিচ্ছে না আলিপুর আবহাওয়া দফতর।এই পরিস্থিতিতে বিশেষ প্রয়োজন ছাড়া বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদে না বের হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া দফতর এও জানাচ্ছে যে মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে বাকি জেলায় শুষ্ক আবহাওয়ারই পূর্বাভাস দেওয়া হচ্ছে। তবে বুধবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে ওইদিন গরম বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা না পাওয়া গেলেও উত্তরে কমবেশি বৃষ্টির পূর্বাভাস থাকছে। সেক্ষেত্রে হাওয়া অফিস জানাচ্ছে আজ সোমবার দার্জিলিঙে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তববে আগামীকাল মঙ্গলবার উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। এরপর বুধবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা বাদে প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved