Home Bengal বন্ধুত্ব সুলভ আচরণ, বাইডেনকে সূর্য মন্দিরের চাকার মাহাত্ম্য বোঝালেন মোদী

বন্ধুত্ব সুলভ আচরণ, বাইডেনকে সূর্য মন্দিরের চাকার মাহাত্ম্য বোঝালেন মোদী

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: আজই সেই বহু অপেক্ষিত দিন।আজ শীর্ষ সম্মেলনের প্রথম দিন।এদিনের আলোচ্য বিষয় হবে ‘ওয়ান আর্থ’।জি ২০ সম্মেলন ভারতে প্রথমবার আয়োজিত হয়েছে।রাজধানী দিল্লিতে ব্রিটেন,আমেরিকা সহ জি-২০ র সদস্য দেশগুলির প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন।রাজধানী সেজে উঠেছে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের উপস্থিতি উপলক্ষ্যে।

ভারতীয় সংস্কৃতির ছোঁয়া রয়েছে সর্বত্র আধুনিক সব ব্যবস্থার পাশাপাশি।যে স্থানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রনেতাদের অভ্যর্থনা জানালেন,কোনারকের সূর্য মন্দিরের চাকা তার পিছনে আঁকা রয়েছে। নরেন্দ্র মোদীকে সম্মেলন শুরু করার আগে দেখা গেল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ওই চাকার বর্ণনা দিতে।করমর্দনের পর জো বাইডেনকে চাকার বর্ণনা দিতে দেখা গেছে মোদিকে।

এই সূর্য মন্দিরের চাকা নরসিংহদেবের আমলে তৈরি হয়েছিল।২৪টি দণ্ড এই চাকায় রয়েছে ।আজও এই চাকা ভারতীয় সংস্কৃতি,শিল্প,ঐতিহ্য এবং ইতিহাসকে ধরে রেখেছে সমানভাবে।এই চাকার ছবি রাখা হয়েছে সে কারণেই বিশেষ সম্মেলনে।শুধু তাই নয়,এই চাকার আদলে তৈরি চক্র ভারতের জাতীয় পতাকার মাঝেও রয়েছে। প্রধানমন্ত্রী সেই চাকার বর্ণনাই এদিন বাইডেনকে দিলেন।তবে শুধু বাইডেনকেই নয় বিভিন্ন রাষ্ট্রনেতাদের সসম্মানে অভ্যর্থনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved