Home Bengal দুর্যোগের মেঘ যেন সরছেই না উত্তর বঙ্গের ওপর থেকে, ফের বিপদ

দুর্যোগের মেঘ যেন সরছেই না উত্তর বঙ্গের ওপর থেকে, ফের বিপদ

বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত হল টুং ব্রিজ।

by Pallabi Sanyal
40 views

মহানগর ডেস্ক : তীব্র দহনজ্বালায় কাবু দক্ষিণবঙ্গ। কলকাতায় বৃষ্টি হলেও ছিঁটেফোঁটা। জেলাগুলিতে শুরু হয়েছে ঝড়-বৃষ্টি। তাপমাত্রার পারদও ছুঁয়েছে ৪০ ডিগ্রি। কিন্তু উত্তর বঙ্গের ওপর থেকে যেন সরছে না দুর্যোগের কালো মেঘ। জলপাইগুড়িতে ঝড়-বৃষ্টিতে ৫ জনের মৃত্যুর পর ফের দুর্যোগ সিকিমে। টানা বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত হল টুং ব্রিজ। গ্যাংটক থেকে লাচেন কিংবা লাচুং যাওয়ার জন্য এই সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। ফলে ফলে গ্যাংটক থেকে লাচুং কিংবা লাচেনে যাওয়ার জন্য বেরিয়ে পড়া পর্যটকরা বিপাকে পড়বেন বলেই অনুমান।

যোগাযোগের গুরুত্বপূর্ণ ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ায় এসকেএম দলের প্রার্থী মদুপ লেপচার উদ্যোগে দলের যুবরা চার ঘণ্টার মধ্যে একটি বিকল্প ব্রিজ যাতায়াতের উপযোগী করে তোলে। লাচেন মঙ্গন এলাকার বাসিন্দাদের এই প্রচেষ্টায় এখন বিকল্প সেতু দিয়ে গাড়িগুলি গ্যাংটক থেকে পর্যটকদের লাচেন-লাচুংয়ে নিয়ে যেতে পারছে। তবে মেরামতি শুরু হয়েচে টুং ব্রিজেও। সেটিও খুব দ্রুত গাড়ি চলাচলের উপযোগী করে তোলা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

প্রসঙ্গত, লাগাতার বৃষ্টি সিকিমে। তার ওপর শনিবার ধসের খবরও পাওয়া যাচ্ছে। ফলে বিপদে পর্যটকরা।পাহাড়ি এলাকায় ভারী তুষারপাত হচ্ছে। একাধিক এলাকায় ধস নেমেছে। ব্যাহত হয়েছে গাড়ি চলাচল। পর্যটকরা একপ্রকার হোটেল বন্দি হয়ে পড়েছেন। পাহাড়ের সৌন্দর্য্য উপভোগ করা থেকে বঞ্চিত হচ্ছেন দুর্যোগের কারণে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved