Home Bengal এবার পুজোতে ‘দুয়ারে শাড়ি’, মমতা সরকারের নয়া উদ্যোগে খুশি রাজ্যবাসী

এবার পুজোতে ‘দুয়ারে শাড়ি’, মমতা সরকারের নয়া উদ্যোগে খুশি রাজ্যবাসী

by Mahanagar Desk
1 views

নিজস্ব সংবাদদাতা: এবার ‘দুয়ায়ে শাড়ি’ বিক্রির ব্যবস্থা করছে রাজ্য সরকার। এমনটাই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্যে। জানা গিয়েছে,রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ পুজোর আগে আর্থিকভাবে পিছিয়ে পড়া নাগরিকদের জন্য স্বল্প মূল্যে শাড়ি বিক্রির ভাবনা নিয়েছে।পুজোর মরশুমে দুঃস্থ পরিবারের যাতে নতুন জামা কাপড় হয় সেই ভাবনা থেকেই নতুন এই কর্মসূচি চালু করা হচ্ছে পূর্ব বর্ধমান জেলায়।

আরও পড়ুন:KBC Winner Bankrupt: কেবিসিতে পাঁচ কোটি পেয়েও দেউলিয়া, কীভাবে সর্বস্বান্ত হলেন বিহারের সুশীলকুমার!

সূত্রের খবর,প্রান্তিক ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য একটি ভ্রাম্যমান গাড়ির ব্যবস্থা করা হচ্ছে। এই গাড়িতেই মিলবে খুব স্বল্প খরচে শাড়ি, গামছা, লুঙ্গি সহ অন্যান্য বস্ত্র। সর্বনিম্ন ৭০ টাকা থেকে ২০০ টাকার মধ্যে বেশিরভাগ বস্ত্র বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে এই ভ্রাম্যমাণ গাড়ি ঘুরবে বলে খবর।তবে শুধু শাড়ি নয়, তার সঙ্গে থাকবে গামছা, লুঙ্গি সহ অন্যান্য কিছু বস্ত্র বিক্রির ব্যবস্থা। ভ্রাম্যমাণ গাড়িতে করে এই বস্ত্র বিক্রির ভাবনা মন্ত্রী স্বপন দেবনাথের।

আরও পড়ুন: মণিপুরের ঘটনার পুনরাবৃত্তি, নিগ্রহের শিকার উত্তরপ্রদেশে র দলিত কিশোরী

প্রসঙ্গত,সেপ্টেম্বর মাসেই রাজ্য সরকারের দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে।জনসাধারণ এই ক্যাম্প থেকে রাজ্যের একাধিক জনহিতকর প্রকল্প গুলির সুযোগ সুবিধা পেয়ে থাকেন।এই ক্যাম্পের আয়োজন পাড়ায়, পাড়ায় প্রত্যন্ত অঞ্চলে গিয়েও করা হয়। জনসাধারণ সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন এই ধরনের ক্যাম্প থেকে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved