Home World When Chimpanzee As A House Worker: পিৎজার ডেলিভারি নিতে এল শিম্পাঞ্জি, দামও মেটালো ডেলিভারি ম্যানকে!

When Chimpanzee As A House Worker: পিৎজার ডেলিভারি নিতে এল শিম্পাঞ্জি, দামও মেটালো ডেলিভারি ম্যানকে!

by Mahanagar Desk
4 views

মহানগর ডেস্ক: মানুষই শুধু বুদ্ধিমান প্রাণী নয়। এমন অনেক ঘটনা ঘটতে দেখা যায় যখন আমরা দেখতে পাই, আমাদের চেনাজানা অনেক প্রাণী আমাদের চমকে দিচ্ছে। এখন তো মানুষের জায়গা নিচ্ছে রোবোট, কৃত্রিম বুদ্ধিমত্তা। তবে তার আগে জীবজন্তুদের নানান কাণ্ডকারখানা দেখলে আমাদের চমকে যেতে হয়।

ঘটনাটি রাশিয়ার একটি শহরের। সেখানে সবাই যেমন খাবারের অর্ডার দিয়ে থাকেন, তেমনই অর্ডার করা হয়েছিল পিৎজার। পিৎজা নিয়ে এসেছেন পিৎজা কোম্পানির এক মহিলা কর্মী । অর্ডার পাওয়ার পর পিৎজা নিয়ে এসেছেন ডেলিভারি দিতে। এসে ব্যাগ রেখে দরজায় টোকা মেরেছেন। দরজা খুললে পিৎজা দিয়ে দাম নিয়ে চলে যাবেন। যেমন সব বাড়িতে করে থাকেন।

কিন্তু দরজা যে খুলল, তাকে দেখে চমকে উঠলেন ওই মহিলাকর্মী। তাজ্জব হয়ে দেখলেন টোকা শুনে দরজা খুলেছে এক জামা জিনসের প্যান্ট জুতো পরা দিব্যি ফিটফাট শিম্পাঞ্জি (When Chimpanzee As A House Worker)। দরজা খুলে মানুষের মতো হাত বাড়িয়ে সে পিৎজার বাক্স নিয়ে গেল ভেতরে।

তারপর  ফের চমকে ওঠার পালা। এরপর ঘরের ভেতর থেকে রুবল নিয়ে এসে দাম মিটিয়ে দিল পিৎজার। দাম মিটিয়ে দরজা বন্ধ করে চলে গেল যা দেখে চোখ রীতিমতো ছানাবড়া মহিলাকর্মীর। গোটা ঘটনাটি সিসিটিভিতে ক্যামেরাবন্দি করা হয়েছে। বেশ কয়েক মাস আগে ঘটনাটি ঘটেছিল রাশিয়ায়। সিসিটিভির ফুটেজ পরে টুইটারে আপলোড করা হয়। সেটি ভাইরালও হয়।

শিম্পাঞ্জিরা সাধারণত চটপটে হয়। তারা এমন কিছু কাজ করে যা মানুষের মতোই। কোনও কোনও সময় তাদের কাপড় কাচতেও দেখা গিয়েছে। এমনকী সিগারেটে সুখটান দিয়ে খবরের কাগজ সামনে রেখে পড়ার ভান করতেও অনেকে দেখেছেন। বিজ্ঞানীরা তাদের মস্তিষ্কের সঙ্গে মানুষের মস্তিষ্কের মিল খুঁজে পেয়েছেন। সার্কাসেও এমন কিছু কাজ করতে দেখা যায় শিম্পাঞ্জিদের, যা শুধু মজাই দেয় না। মানুষের অনুকরণে তাদের নানা কাজকর্ম কাজ চিন্তায় ফেলে দেয়।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved