Home Bengal অশান্তি দিয়েই নির্বাচনের শুরু! বিজেপির হাতে আক্রান্ত তৃণমূলের বুথ সভাপতি, অভিযোগ

অশান্তি দিয়েই নির্বাচনের শুরু! বিজেপির হাতে আক্রান্ত তৃণমূলের বুথ সভাপতি, অভিযোগ

নিশীথ প্রামাণিক বনাম উদয়ন গুহ।

by Pallabi Sanyal
23 views

মহানগর ডেস্ক : অশান্তি মোকাবিলায় কেন্দ্রীয় বাহিনী থাকলেও বাংলায় অশান্তি ছাড়া যেন কোনো নির্বাচনই সম্পূর্ণ নয়। বিগত নির্বাচনগুলির মতো রক্ত ঝরছে ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফাতেও। ভেটাগুড়িতে তৃণমূলের বুথ সভাপতিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। আহত ব্লক সভাপতির নাম অনন্ত বর্মন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সোচ্চার তৃণমূল কংগ্রেস।

প্রসঙ্গত, কোচবিহারে বিভিন্ন সময়ে অশান্তির ঘটনা ঘটেছে এর আগেও। নিশীথ প্রামাণিক বনাম উদয়ন গুহ। একে অপরের বিরুদ্ধে তুলেছেন আঙুল। তবে উদয়নের বিরুদ্ধে নিশীথ কমিশনের দ্বারস্থ হলে উদয়নকে ভোটের দিন গৃহবন্দি হয়ে থাকার নির্দেশ দিয়েছে কমিশন। জানা গিয়েছে,শুক্রবার সকালে নিজের বাড়ি থেকে বেরিয়ে ভোট দিতে যাচ্ছিলেন কোচবিহারের দিনহাটায় তৃণমূলের ব্লক সভাপতি অনন্ত বর্মন। সেই সময় বিজেপি হামলা চালিয়েছে বলে অভিযোগ। হাসপাতালে চিকিৎসাধীন ওই তৃণমূল নেতাকে দেখতে যান দিনহাটার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ।

তবে, শুধু উত্তরবঙ্গ নয়, গোটা রাজ্যে আক্রান্ত হচ্ছেন রাজনৈতিক দলের কর্মীরা। কখনো ঝামেলায় নাম জড়াচ্ছে তৃণমূলের, তো কখনো আবার অভিযোগের তীর থাকছে বিজেপির দিকে। প্রথম দফাতেই যেভাবে অশান্তির খবর পাওয়া যাচ্ছে তাতে বাকি দফার নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved