Home World বিদেশে গিয়ে ১,৭৮৮ ডলার মূল্যের জামাকাপড় চুরি, গ্রেফতার ২ ভারতীয়

বিদেশে গিয়ে ১,৭৮৮ ডলার মূল্যের জামাকাপড় চুরি, গ্রেফতার ২ ভারতীয়

by Mahanagar Desk
17 views

মহানগর ডেস্ক: আবারও বিদেশে গিয়ে দেশকে কলঙ্কিত করল দুই ভারতীয়। সম্প্রতি সিঙ্গাপুরে একটি খুচরা দোকান থেকে ১ লক্ষ টাকার অধিক মূল্যের জামাকাপড় চুরি করার অভিযোগে জেলে পাঠানো হল দুজন ভারতীয়কে। ব্রহ্মভট্ট কোমল চেতনকুমার এবং খ্রিস্টান অর্পিতা অরবিন্দভাই, দুজনেই, ২৭ বছর বয়সী। তাঁদের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ, তাঁরা জামা কাপড় চুরি করে নিজেদের নামে দোকানপাট করবেন বলে ষড়যন্ত্র করেছিলেন।

তবে তাঁদের পরিকল্পনা সফল হলনা। দ্য স্ট্রেইটস টাইমস পত্রিকার খবরে বলা হয়েছে, তাদের যথাক্রমে ৪০ এবং ৪৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং শুক্রবার তাদের কারাগারে পাঠানো হয়েছে।কোমল এবং অর্পিতা সিঙ্গাপুরে স্টুডেন্ট মেসে থাকতেন। আরও চার ভারতীয়ের সঙ্গে। অন্য একটি গ্রুপের সঙ্গে মিলে তাঁরা কাপড় চুরির ষড়যন্ত্র করেছিলেন। আরও তিনজন ভারতীয়ও এই ষড়যন্ত্রে জড়িত ছিল, যাদের মধ্যে দুজন আউটলেট থেকে চুরি করার পরিকল্পনা করেছিল এবং বাকিদের পরিকল্পনায় যুক্ত করেছিল।২২ নভেম্বর এই গ্রুপের চারজনকে ৪০ থেকে ৬৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

অক্টোবরে, গ্রুপটি দোকানে গিয়েছিল এবং রেডিও-ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (RFID) ট্যাগগুলির সঙ্গে মূল্য ট্যাগগুলি সরিয়ে দেয়৷ তারা দোকানের নিরাপত্তা এলার্ম বন্ধ না করেই আইটেম চুরি করার ষড়যন্ত্র করেছিল।দলটি তখন স্ব-চেকআউট এলাকায় টোট ব্যাগ কিনেছিল এবং তাদের সমস্ত আইটেমের জন্য অর্থ প্রদানের ভান করে তাদের মধ্যে জামাকাপড় ভরেছিল। সব মিলিয়ে তারা ১৭৮৮ সিঙ্গাপুর ডলার মূল্যের ৬৪ পিস কাপড় চুরি করেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রথম গ্রুপের কয়েকজন সহ দ্বিতীয় দলটি যখন একই আউটলেট থেকে ২২৭১ সিঙ্গাপুর ডলার মূল্যের কাপড় চুরি করার চেষ্টা করেছিল তখন কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল। এরপর সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ তাঁদের আটক করে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved