Home Entertainment হাতে ধরে নাচ শিখিয়েছেন! কোরিওগ্রাফারের বিয়েতে সলমন খান

হাতে ধরে নাচ শিখিয়েছেন! কোরিওগ্রাফারের বিয়েতে সলমন খান

by Mahanagar Desk
17 views

মহানগর ডেস্ক: সলমান খান, বলিউডের মোস্ট এলিজেবল বেচলর। ৫৮ বছর বয়স হয়ে গেল, এখনও তিনি অবিবাহিত। জীবনে অনেকের প্রেমে পড়লেও শেষমেশ তা বিয়ে পর্যন্ত গড়ায়নি। বলিউডের তিন খানের মধ্যে এক খান। কেরিয়ারে অতি সফল। তাও তাঁর তেমন অহংকার নেই। দেশে থাকলে তাঁকে প্রায়শই নানা অনুষ্ঠান, ইভেন্টে দেখা যায়। এমনকী যেখানে তিনি কথা দেবেন, সেই কথা রাখার চেষ্টা করেন। বন্ধুর বিয়ে হলে তো কথাই নেই। তাঁকে শেষ দেখা গিয়েছিল, টাইগার ৩-তে। যেটি এখনও বক্সঅফিসে লড়াই করে চলেছে। সম্প্রতি তিনি বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার মুদাসার খানের বিয়েতে গিয়ে সবাইকে অবাক করলেন। গতকাল জনপ্রিয় কোরিওগ্রাফার তাঁর দীর্ঘদিনের বান্ধবী রিয়া কিশানচান্দানিকে বিয়ে করেছেন। ‘ড্যান্স ইন্ডিয়া ড্যান্স 4’-এর বিচারকের বিয়েতে সলমানের উপস্থিতি ছিল বিরল। একেবারে আনএক্সপেক্টেড।

এদিন কোরিওগ্রাফার নিজেই তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও করে একথা জানালেন। সাধারণত ব্যস্ততম তারকাদের নিজের বিয়েতে পাওয়া সত্যিই ভাগ্যের বিষয়। এদিন সলমান তাঁর পরম প্রিয় বন্ধুকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানাতে তাঁর বিয়েতে উপস্থিত ছিলেন। এদিন মুদাসার এবং সলমানের একটি শক্ত আলিঙ্গনের ভিডিও দ্রুত বেগে ভাইরাল হয়েছে। আসলে মুদাসার সালমান খানের সঙ্গে ‘দাবাং’, ‘বডিগার্ড’ এবং ‘রেডি’-এর মতো একাধিক ছবিতে কাজ করেছেন। মুদাসার খান তার বান্ধবী রিয়া কিশানচাঁদানিকে বিয়ে করেছিলেন। কোরিওগ্রাফারের বিবাহের উদযাপন দ্বিগুণ হয়ে গেল, যখন সালমান খান সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

‘বজরঙ্গি ভাইজান’ অভিনেতার বিয়ের উৎসবে তাকে জড়িয়ে ধরার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ফাংশনের জন্য, অভিনেতা একটি কালো শার্ট এবং এক জোড়া ডেনিম বেছে নিয়েছিলেন। কাজের সামনে, সালমান খান তার সর্বশেষ ছবি ‘টাইগার 3’-এর সাফল্যে মুগ্ধ। মনীশ শর্মা পরিচালিত ছবিটিতে ক্যাটরিনা কাইফ এবং ইমরান হাশমিও অভিনয় করেছিলেন। এরপর তাঁকে দেখা যাবে শাহরুখ খানের সঙ্গে YRF-এর ‘টাইগার বনাম পাঠান’-তে।

You may also like