Home World স্বাধীনতা দিবসে ভারতকে শুভেচ্ছা আমেরিকার, আগামিদিনে সম্পর্ক মজবুত করার বার্তা

স্বাধীনতা দিবসে ভারতকে শুভেচ্ছা আমেরিকার, আগামিদিনে সম্পর্ক মজবুত করার বার্তা

by Mahanagar Desk
1 views

নিজস্ব সংবাদদাতা: দেখতে দেখতে কেটে গেল ৭৬ টা বছর। স্বাধীন ভারতের বয়স এখন ৭৭ বছরে পদার্পণ করেছে। আজ সারা দেশ জুড়ে তেরঙ্গা পতাকা উত্তোলিত করে স্বাধীনতা দিবস উদযাপনে মেতেছে সারা ভারতবাসী। এরই মধ্যে আমেরিকার পক্ষ থেকে ভারতকে জানানো হল স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা। আগামী দিনে ভারতের পাশে থেকে সম্পর্ক মজবুত করার আশ্বাস দিলেন মার্কিন বিদেশ সচিব।

ভারত আর আমেরিকার সম্পর্ক দিনের পর দিন মজবুত হওয়ার পথেই এগোচ্ছে। ভারতের স্বাধীনতা দিবসের দিনে মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন আবারো সেই কথা মনে করিয়ে দিলেন সকলকে। আমেরিকা থেকে ভারতকে শুভেচ্ছা জানিয়ে একটি বিবৃতি দেন ব্লিঙ্কেন। সেখানে তিনি বলেন, “আমেরিকার পক্ষ আমি সকল ভারতীয়দের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকের এই বিশেষ দিনে আমরা ভারতীয়দের গৌরবময় ইতিহাস উদযাপন করছি। ভারতের জন্য আমরা গর্বিত। আগামী দিনে ভারত ও আমেরিকা একযোগে উজ্জ্বল ভবিষ্যৎ গড়বে।”

ব্লিঙ্কেন আরও জানান, “বিশ্বের প্রাচীনতম ও বৃহত্তম গণতান্ত্রিক দেশ আমেরিকা ও ভারত। গত এক বছরে দু’দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় ও মজবুত হয়েছে। এই সম্পর্ক ভবিষ্যতে আরও মজবুত হবে। কঠিন সময়ে যে কোনও পরিস্থিতিতে ভারতের পাশে থাকব আমরা। ভারতীয়দের শান্তি ও সমৃদ্ধি সুনিশ্চিত করব আমরা। আমরা একযোগে বিশ্বে শান্তি, নিরাপত্তা, স্থিতাবস্থা স্থাপনের জন্য কাজ করব।”

প্রসঙ্গত, গত জুন মাসে এদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমেরিকা সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন। সেই দৃশ্যের সাক্ষী থেকেছে সারা বিশ্ব। সেদিন ভারতবর্ষের প্রতি সম্মান জ্ঞাপন করে নিউ ইয়র্কের ঐতিহাসিক এম্পায়ার স্টেট বিল্ডিং তেরঙ্গার রঙে সেজে ওঠে। আবারও একবার ভারতীয়দের আনন্দে সামিল হল আমেরিকাও।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved