Home World ভারতের জেলে বন্দী স্বামী, বিচ্ছিন্নতাবাদী নেতার স্ত্রীকে মন্ত্রী করল পাকিস্তান

ভারতের জেলে বন্দী স্বামী, বিচ্ছিন্নতাবাদী নেতার স্ত্রীকে মন্ত্রী করল পাকিস্তান

by Mahanagar Desk
2 views

মহানগর ডেস্ক: পাকিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রী হলেন জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন জেকেএলএফ-এর নেতা ইয়াসিন মালিকের স্ত্রী মুশাল। মুশালকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আনওয়ার-উল-হক-কাকরের নেতৃত্বাধীন সরকারের মানবাধিকার বিষয়ক দফতরের উপদেষ্টা পদে বসানো হয়েছে। পেশায় চিত্রশিল্পী মুশাল। তা সত্ত্বেও তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, জেকেএলএফ-সহ কাশ্মীর উপত্যকায় সক্রিয় বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠন এবং জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যোগসাজশের।

আরও পড়ুন:যাদবপুর কাণ্ডে সাঁড়াশি চাপে বাম ছাত্রসংগঠন, FIR দায়ের শুভেন্দুর

সন্ত্রাসবাদে অর্থ জোগানের দায়ে ভারতের জেলে বন্দী ইয়াসিন মালিক। কাশ্মীর উপত্যকার বাসিন্দা তথা জেকেএলএফ নেতা ইয়াসিনকে ইউএপিএ-র বিভিন্ন ধারায় ২০২২ সালের ২৪ মে যাবজ্জীবন কারাদণ্ড দেয় নিম্ন আদালত। এমনকি মৃত্যুদণ্ডের জন্য উচ্চ আদালতে আবেদন করা হয়েছে। আপাতত তিনি দিল্লির তিহাড় জেলে বন্দি। সেই নেতার স্ত্রী কিনা পাকিস্তানের মানবাধিকার মন্ত্রকের দায়িত্বে থাকছেন।

বৃহস্পতিবার পাকিস্তানের কেয়ারটেকার প্রধানমন্ত্রী আনোয়ারের মন্ত্রিসভার সদস্যরা শপথগ্রহণ করেছেন। শামশাদ আখতার অর্থমন্ত্রী হয়েছেন। বিদেশমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন জালিল আব্বাস জিলানি। নির্বাচন না হওয়া পর্যন্ত পাকিস্তানের শাসনভার সামলাবে এই সরকার।

আরও পড়ুন:প্রবল বৃষ্টিতে হিমাচল জুড়ে মৃত ৭৪, ক্ষতি ১০,০০০ কোটি টাকার, বেসামাল রাজ্য

১৯৯০ সালে শ্রীনগরে ভারতীয় বায়ুসেনার চার অফিসারকে খুনের ঘটনায় অভিযোগ ওঠে ইয়াসিনের বিরুদ্ধে। তার বিরুদ্ধে চার্জও গঠন করা হয়েছে। সেইসঙ্গে বর্তমানে নিষিদ্ধ সংগঠন জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের পাঁচজনকে মুক্তি দেওয়ার দাবিতে তৎকালীন মুফতি মহম্মদ সইদের মেয়ে রুবাইয়া সইদকে অপহরণের অভিযোগ ওঠে। গত ১২ অগস্ট পাকিস্তানের সংসদের নিম্নকক্ষের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও তিনদিন আগেই জাতীয় সংসদ ভেঙে দেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তাই নির্বাচন না হওয়ার পর্যন্ত আর্থিক সংকটে ডুবে থাকা পাকিস্তান সামলাবেন আনোয়ার।

তৎকালীন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ টুইট করে লেখেন, “আজ ভারতীয় গণতন্ত্র এবং এর বিচারব্যবস্থার একটি কালো দিন। ভারত ইয়াসিন মালিককে শারীরিক ভাবে বন্দি করতে পারে কিন্তু তিনি যে স্বাধীনতার চেতনার প্রতীক, তাকে কখনওই আটকে রাখা যাবে না। বীর স্বাধীনতা সংগ্রামীর যাবজ্জীবন জেলের সাজা কাশ্মীরের জনতার আত্মনিয়ন্ত্রণের অধিকারের লড়াইকে নতুন প্রেরণা জোগাবে।”

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved