HomeWorldএ মাসের শেষে দেখা মিলবে না বিটিএসের, কোথায় যাচ্ছেন তাঁরা?

এ মাসের শেষে দেখা মিলবে না বিটিএসের, কোথায় যাচ্ছেন তাঁরা?

- Advertisement -

মহানগর ডেস্ক: মাত্র একটা মাস। তারপরই দেশের সামরিক বাহিনীতে (BTS Members Join Military Service) নাম লেখাতে চলেছেন দুনিয়া কাঁপানো দক্ষিণ কোরিয়ার বিটিএসের (BTS) সুগা(Suga), আরএম (RM), জিমিন (Jimin), ভি (V) এবং জাংকুকেরা (Junkook)। এর আগে জিন আর জে হোপ যোগ গিয়েছেন সামরিক বাহিনীতে। ২০২২ সালের ডিসেম্বরে জিন এবং এ বছরের প্রথমে জে হোপ যোগ দেন সামরিক বাহিনীতে। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের খবর অনুযায়ী তবে তার আগে বছরের এপ্রিলে বিশ্ব সফর শেষ করেছেন বিটিএসের ব্যান্ড গ্রুপের সুগা। এছাড়া জাং কুকের সোলো প্রদর্শনী নিয়ে যে কর্মসূচি রয়েছে, সেটিও শেষ করবেন তিনি। অন্যদিকে জিমিন, ভি, জাংকুক সামরিক বাহিনীতে যোগ দেওয়ার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে অনুরাগীদের সঙ্গে ২০২৫য়ে মিলিত হবেন বলে জানা গিয়েছে।

দক্ষিণ কোরিয়ার সরকারি নীতি অনুযায়ী আঠাশ বছরে পা দেওয়ার আগে আঠেরো মাস সামরিক বাহিনীতে যোগ দেওয়া বাধ্যতামূলক। তবে বিটিএসের জন্য আইনে সামান্য বদল এনে তাঁদের ক্ষেত্রে বয়েসসীমা তিরিশ করেছে সে দেশের সরকার। এর আগে সংবাদমাধ্যম সূত্রে জানানো হয়েছিল জাংকুক বিটিএসের পরবর্তী সদস্য হিসেবে সোলো অ্যালবাম বের করতে চলেছেন। বিটিএস সূত্রের দাবি জাঙ্ককুকের সোলো অ্যালবাম সারা বিশ্বে সাড়া ফেলবে। ইতিমধ্যেই বিটিএসের সদস্য হিসেবে তাঁর পরিচিতি আকাশ ছুঁয়েছে। অন্যদিকে প্রথম সোলো আর্টিস্ট হিসেবে জিমিনের সোলো অ্যালবাম ঘিরে ব্যাপক সাড়া মেলে। পাশাপাশি ভি-এর সোলো অ্যালবামও মুক্তি পাচ্ছে। দুজনেই অ্যালবাম নিয়ে বিস্তর পরিশ্রম করছেন বলে খবর। কিছুদিনের মধ্যে বিদেশ সফরও করবেন। অনুরাগীদের দাবি মেটাতে সুগা, জাঙ্ককুক একাধিক একক অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ভি-র সোলো অ্যালবামে জাজ মিউজিকের ওপর প্রগাঢ় ভালোবাসা টানটান দেখা গিয়েছে সম্প্রতি প্রকাশিত লা জাজ ডে ভি- অ্যালবামে। গত বছর জুন মাস থেকে  কে পপ গ্রুপ (K-Pop) বিটিএসের সদস্যেরা জে হোপের জ্যাক-সহ একাধিক সোলো অ্যালবাম প্রকাশ করে। জিনের অ্যাস্ট্রোনটও ছিল সেই তালিকায়। এ ছাড়া আরএম, জিমিন ও সুগার ডি-ডেও প্রকাশিত হয়। সম্প্রতি দশ বছর পূর্ণ করল বিটিএস।

 

 

 

Most Popular