Home World Severe Heart Attack In Monday : সপ্তাহের শুরুতে গুরুতর হার্ট অ্যাটাকের ঘটনা লাফিয়ে বাড়ছে ইউরোপে, কারণ খুঁজতে চলছে গবেষণা

Severe Heart Attack In Monday : সপ্তাহের শুরুতে গুরুতর হার্ট অ্যাটাকের ঘটনা লাফিয়ে বাড়ছে ইউরোপে, কারণ খুঁজতে চলছে গবেষণা

by Mahanagar Desk
2 views

মহানগর ডেস্ক: অন্য দিনের তুলনায় সপ্তাহের শুরুর দিন কাজ শুরু করার সময়ই মারাত্মক হৃদরোগে আক্রান্ত (Severe Heart Attack In Monday) হওয়ার ঘটনা ঘটার আশঙ্কা থাকে। নয়া এই তথ্য পেশ করা হয়েছে ম্যানচেস্টারের (Manchester) ব্রিটিশ কার্ডিওভাসকুলার সোসাইটি কনফারেন্সে।

আয়ারল্যান্ডের বেলফাস্ট হেলখ অ্যান্ড সোশ্যাল কেয়ার ট্রাস্ট অ্যান্ড রয়াল কলেজ অব সার্জেনরা ২০১৩ থেকে ২০১৮ সালের মধ্যে আয়ারল্যান্ড (Ireland) জুড়ে গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়ে সেদেশের হাসপাতালে ভর্তি দশ হাজারেরও বেশি রোগীর তথ্য বিশ্লেষণ করে এই মত জানিয়েছেন। এটিকে একটি এসটি-সেগমেন্ট এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফারকশন বলা হয়ে থাকে। এবং যখন বড় ধরণের করোনারি আর্টারি পুরোপুরি ব্লক হয়, তখনই এমন ঘটনা ঘটে।

গবেষকরা জানিয়েছেন সপ্তাহে কাজের শুরুর দিনই এসটি-সেগমেন্ট এলিভেশন মাইকার্ডিয়াল ইনফ্রাকশন (STEMI) হয়ে থাকে। সেসময় করোনারি আর্টারি পুরোপুরি ব্লক হয়ে যায়। আর এই অ্যাটাকের হার সবথেকে বেশি সোমবারেই হয়ে থাকে।

রবিবারে প্রত্যাশিত হলেও দেখা গিয়েছে সোমবারেই হার্ট অ্যাটাকের হার বেশি হয়ে থাকে। তবে কেন বেছে বেছে সোমবারই এই হার্ট অ্যাটাকের ঘটনা ঘটে থাকে, তার কারণ পুরোপুরি ব্যাখ্যা করে উঠতে পারেননি বিজ্ঞানীরা। এর আগের সমীক্ষায় জানা গিয়েছিল সোমবারে হার্ট অ্যাটাক সোমবারে হওয়ার সম্ভাব্য কারণ ঘুম বা জাগরণ চক্রের সঙ্গে জড়িত।

ব্রিটেনে প্রতিবছর এসটি-সেগমেন্ট এলিভেশন মাইকার্ডিয়াল ইনফ্রাকশনে গড়ে তিরিশ হাজার মানুষ হাসপাতালে ভর্তি হন। এর কারণ জানতে প্রয়োজন জরুরি ভিত্তিক মূল্যায়ন ও ক্ষতির পরিমাণ কমাতে চিকিৎসা প্রয়োজন। ব্লক হওয়া করোনারি আর্টারি নতুন করে চালু করতে জরুরি ভিত্তিতে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হলে সমস্যা থেকে মুক্তি ঘটতে পারে বলে মত বিজ্ঞানীদের।

ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের মেডিকেল ডিরেক্টর নীলেশ সোমানি জানিয়েছেন প্রাণঘাতী হার্ট অ্যাটাকের শিকার হয়ে ব্রিটেনে প্রতি পাঁচ মিনিটে একজন হাসপাতালে ভর্তি হন। এ কারণে কেন ও কীভাবে এমন হার্ট অ্যাটাক হচ্ছে, সে ব্যাপারে আলোকপাত করতে গবেষণা করা অত্যন্ত জরুরি।

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved