Home World UK Journalist: ভারতের চন্দ্র অভিযান সফল হয়েছে, এবার টাকা ফেরত দিক ওরা, দাবি ব্রিটেনের সাংবাদিকের!

UK Journalist: ভারতের চন্দ্র অভিযান সফল হয়েছে, এবার টাকা ফেরত দিক ওরা, দাবি ব্রিটেনের সাংবাদিকের!

by Mahanagar Desk
Published: Last Updated on 1 views

মহানগর ডেস্ক: ভারত চাঁদে বিজয়কেতন ওড়ানোর পর থেকে সারা বিশ্ব থেকে অভিনন্দন সুনামির মতো ধেয়ে আসতে শুরু করেছে। অন্য অনেকের মতো ব্রিটেনের নিউজ প্রেজেন্টার প্যাট্রিক ক্রিস্টিও ভারতের সফল চন্দ্র অভিযানের জন্য অভিনন্দন জানিয়েছেন। কিন্তু অভিনন্দন জানানোর পরেই তাঁর সংবাদ বুলেটিনে যা তিনি বলেছেন, তাতে সোশ্যাল মিডিয়ার রোষে পড়েছেন ওই ব্রিটিশ নিউজ প্রেজেন্টার।

বুলেটিন শুরু করেছিলেন ভারতের ইতিহাস গড়া নিয়ে অভিনন্দন জানানো দিয়ে। মুহূর্তকাল পরেই আচমকাই সুর পাল্টে এমন এক দাবি তুলেছেন, যাতে সোশ্যাল মিডিয়ার ইউজাররা রে রে করে উঠেছেন। তাঁদের মতে, এটি প্যাট্রিকের ঈর্ষাকাতর বর্ণবৈষম্যমূলক মন্তব্য। ব্রিটিশ নিউজ প্রেজেন্টার দাবি তোলেন ভারতের চন্দ্র অভিযান সফল হয়েছে।

এবার যে ২.৩ বিলিয়ন পাউন্ড সাহায্য বাবদ তাদের দেওয়া হয়েছে, তা তারা ফেরত দিয়ে দিক। প্যাট্রিক জানিয়েছেন তিনি চাঁদের কুমেরুতে চন্দ্রযান থ্রি অবতরণ করায় অভিনন্দন জানাচ্ছেন। তবে একইসঙ্গে ২০১৬ ও ২০২১ সালে সাহায্য হিসেবে যে ২.৩ বিলিয়ন পাউন্ড তাঁদের দেশ পাঠিয়েছিল, তা ফেরত দেওয়া হোক। পরের বছর ৫৭ মিলিয়ন পাউন্ড দেওয়ার কথা ছিল তবে তাঁর ধারণা  ব্রিটেনের করদাতাদের তাতে আপত্তি থাকা উচিত।

নিয়ম মোতাবেক কোনও দেশকে মহাকাশ অভিযান নিয়ে ব্রিটেনের আর্থিক সাহায্য করা উচিত নয়। ভারতকে দারিদ্র ক্লিষ্ট বলে বর্ণনা করে প্যাট্রিক বলে চলেন ব্রিটেনের আর কোনও আর্থিক সহায়তা করা উচিত নয়। আপনি চাঁদের অন্ধকার দিকে রকেট ছাড়তে পারেন, তাহলে আপনার ব্রিটেনের কাছে দরবার করা উচিত নয়। ভারতে ২২৯ মিলিয়ন মানুষ দারিদ্রের মধ্যে বাস করেন।

রাষ্ট্রসঙ্ঘের মতে, পৃথিবীর যে কোনও জায়গায় এই সংখ্যাটা সর্বোচ্চ। ভারত বার্ষিক ৩.৭৫ ট্রিলিয়ন ডলার জিডিপি-সহ পঞ্চম বৃহত্তম অর্থনীতি। কেন দারিদ্র পীড়িত ভারতীয়দের সাহায্য করতে যাবে ব্রিটেন,যেক্ষেত্রে সেদেশের সরকার তা গ্রাহ্যেই আনে না। আর তারপরই এক্স ইউজাররা ভিডিওটি দেখে ক্ষোভে ফেটে পড়েন। অনেকে ভারত থেকে ৪৫ ট্রিলিয়ন চুরি করার অভিযোগও করেন।

ওই বিপুল টাকা চুরি করে ভারতকে অন্ধকারে ঠেলে দিয়েছে বলে রীতিমতো তুলোধোনা করেন। পাশাপাশি বলেন ভারত সেই ক্ষতি সামলে ব্রিটেনকে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে দিয়েছে। ব্রিটিশ নাগরিকরা দারিদ্রের মধ্যে বাস করছে, নিজেদের বাড়ি থেকে উচ্ছেদ হয়ে কাউন্সিলের হাউসিংয়ে থাকছে। মুদি দোকানের জিনিস কেনার মতো অবস্থায় নেই। পঁয়তাল্লিশ ট্রিলিয়ন ইউজার প্যাট্রিকের কড়া সমালোচনায় সরব হয়ে  ওঠেন।

 

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved