Home World বিশ্বের সবচেয়ে দামি ডিভোর্স, কত টাকা ক্ষতিপূরণ দিতে হল জানেন?

বিশ্বের সবচেয়ে দামি ডিভোর্স, কত টাকা ক্ষতিপূরণ দিতে হল জানেন?

by Mahanagar Desk
7 views

মহানগর ডেস্ক: তিনি শুধু কোটি কোটিপতি নন। অর্বুদপতি বলাটাও কম বলা হবে। তিনি মানে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। নাম শুনেই বুঝতে পারছেন মানুষটি সম্পর্কে নতুন করে কিছু বলার দরকার পড়ে না। তাঁর ডলারের পরিমাণ কত, তা নিয়ে একটা জবরদস্ত গবেষণাও হয়ে যেতে পারে। আমরা সাধারণ ভাবে জানি এমন অগাধ অর্থ থাকলে যে কোনও দাম্পত্য চিরকাল টিকে থাকে। কিন্তু সেই অর্বুদপতি বিল গেটসের দাম্পত্যজীবন টিকল কই (The Most Expensive Divorce In World)। সাতাশ বছর বিবাহিত জীবন কাটানোর পর ২০২১ সালের চার মে বিল গেটস ও মেলিন্ডা গেটসের (Bill Gates And Melinda Gates) দাম্পত্যজীবনে ইতি ঘটে যায়, যা সব দিক থেকেই ছিল অভাবিত। তবে বিবাহ বিচ্ছেদের সময় ক্ষতিপূরণ হিসেবে কত টাকা বিল গেটস মেলিন্ডাকে দিয়েছিলেন, সে সম্পর্কে স্পষ্ট কোনও খবর প্রচার মাধ্যমে জানানো হয়নি। শুধু জানানো হয়েছে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা তাঁর প্রাক্তন স্ত্রীকে যথেষ্ট পরিমাণ ক্ষতিপূরণ দিয়েছেন।

জানা গিয়েছে বিল প্রাক্তন স্ত্রী মেলিন্ডাকে তিয়াত্তর বিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৬ লক্ষ কোটি টাকা দিয়েছেন। এবং যার সুবাদে তাঁর স্ত্রী এখন বিশ্বের অন্যতম ধনী মহিলা হিসেবে চিহ্নিত হয়েছেন। ব্রিটেনের পত্রিকা ফোর্বসের তথ্য অনুযায়ী বিল গেটসের মোট সম্পদ এখন ১১৯.৪ বিলিয়ন মার্কিন ডলার। সাতাশ বছর একসঙ্গে থাকার পর বিবাহ বিচ্ছেদের ঘটনা রীতিমতো বিস্ফোরণ ছাড়া কিছু নয়। ২০২১ সালের তেসরা মে দুজনে যৌথ বিবৃতি দিয়েছিলেন। বলেছিলেন, আমাদের সম্পর্কের ব্যাপারে অনেক চিন্তাভাবনা এবং একসঙ্গে অনেক কাজ করার পর আমরা আমাদের বিয়েতে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। গত সাতাশ বছর ধরে তাঁদের ফাউন্ডেশন বিশ্বের সমস্ত মানুষকে সুস্থ ও উৎপাদনশীল কাজে উদ্ভুত করেছে। ফাউন্ডেশন চালিয়ে গেলেও দুজনে স্বামী-স্ত্রী হিসেবে এগিয়ে যাওয়ার ব্যাপারে আর কোনওভাবেই স্থির সঙ্কল্প নন তাঁরা। তাই বিবাহ বিচ্ছেদের ব্যাপারে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন। বিল ও মেলিন্ডার তিন সন্তান রয়েছে। তিন জনের নাম জেনিফার গেটস, ররি গেটস এবং ফোবি গেটস।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved