Home Sports News চলে গেলেন ময়দানের ‘বড় মিঞা’ মহম্মদ হাবিব

চলে গেলেন ময়দানের ‘বড় মিঞা’ মহম্মদ হাবিব

by Ritika Chakraborty
3 views

 

 

 

স্পোর্টস ডেস্ক: আবারও খারাপ খবর ক্রীড়াজগতে। মঙ্গলবার স্বাধীনতা দিবসের দিন সন্ধ্যেতে প্রয়াত হলেন ভারতের কিংবদন্তি ফুটবলার মহম্মদ হাবিব। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। অবশেষে মঙ্গলবার হায়দরাবাদে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাতীয় দলের প্রাক্তন ফুটবলার মহম্মদ হাবিব। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর। কলকাতা ময়দানের ‘বড় মিঞা’ নামেই পরিচিত ছিলেন তিনি।

পরিবারে রয়েছে স্ত্রী ও তিন কন্যা। জানা গিয়েছে, ভারতের সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার ডিমেনশিয়া ও পারকিনসন সিন্ড্রোমে ভুগছিলেন।
জাতীয় দলের পাশাপাশি ময়দানের তিন প্রধান ক্লাবের হয়ে ফুটবল খেলেছেন। তাঁর ভাই মহম্মদ আকবরও কলকাতা ময়দানে দাপিয়ে খেলেছেন। ১৯৬৬ সালে ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দেন তিনি।

১৯৬৯ সাল পর্যন্ত ইস্টবেঙ্গলে খেলেন এবং তারপর মোহনবাগানে যোগ দেন। ১৯৮৪ সালে মোহনবাগানের হয়ে খেলার পরেই অবসর নেন হাবিব। ১৯৭০ সালে ব্যাংকক এশিয়ান গেমসে ব্রোঞ্জজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। ১৯৭৭ সালে কসমস ক্লাবের বিরুদ্ধে মোহনবাগানের প্রীতি ম্যাচে মাঠে নেমেছিলেন হাবিব। ওই ম্যাচে ফুটবল সম্রাট পেলের বিপক্ষে খেলেছিলেন তিনি।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved