Home National প্রয়াত ISRO-র প্রতিটি রকেট উৎক্ষেপণের সময় কাউন্টডাউনের পিছনে স্বর দানকারী বিজ্ঞানী এন ভালরমাথি

প্রয়াত ISRO-র প্রতিটি রকেট উৎক্ষেপণের সময় কাউন্টডাউনের পিছনে স্বর দানকারী বিজ্ঞানী এন ভালরমাথি

by Shreya Maji
1 views

 বেঙ্গালুরু: প্রয়াত ISRO-র বিজ্ঞানী এন ভালরমাথি(N Valarmathi)। তিনি ভারতীয় মহাকাশ ও গবেষণা সংস্থার রকেট কাউন্টডাউন লঞ্চের সময় তার আইকনিক ভয়েসের জন্য পরিচিত। শনিবার তাঁর মৃত্যু হয়েছে বলেই জানানো হয়েছে। তিনি ভারতের উচ্চাভিলাষী মিশন চন্দ্রযান-৩ এর লঞ্চের সময়েও তাঁর গলা শোনা গিয়েছিল। তাঁর মৃত্যুতে ইসরোর সকল বিজ্ঞানী শোকপ্রকাশ করেছেন।

জানা গিয়েছে, তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং শনিবার সন্ধ্যায় চেন্নাইতে প্রয়াত হন। শ্রীমতি ভালরমাথি, তামিলনাড়ুর আরিয়ালুরের বাসিন্দা,১৯৫৯ সালের ৩১ জুলাই জন্মগ্রহণ করেছিলেন। কোয়েম্বাটুরের সরকারি কলেজ অফ টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হওয়ার আগে তিনি নির্মলা গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল থেকে পড়াশোনা করেছেন। তিনি ১৯৮৪ সালে ISRO-তে যোগদান করেন এবং অসংখ্য মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি RISAT-1 এর প্রকল্প পরিচালক ছিলেন যা ভারতের প্রথম দেশীয়ভাবে তৈরি রাডার ইমেজিং স্যাটেলাইট (RIS) এবং দেশের দ্বিতীয় এই জাতীয় উপগ্রহ। ২০১৫ সালে, তিনি আবদুল কালাম পুরস্কার প্রাপ্ত প্রথম ব্যক্তি ছিলেন। প্রয়াত ইসরো বিজ্ঞানীর প্রতি শ্রদ্ধা জানাতে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করা হচ্ছে।

একজন প্রাক্তন ISRO ডিরেক্টর ডক্টর পি ভি ভেঙ্কিতকৃষ্ণান X-এ  এন ভালরমাথি(N Valarmathi)-এর মৃত্যুতে শোকপ্রকাশ করে লিখেছেন, ”শ্রীহরিকোটা থেকে ISRO-এর ভবিষ্যত মিশনের গণনাগুলির জন্য ভালরমাথি ম্যাডামের কণ্ঠস্বর থাকবে না৷ চন্দ্রযান ৩ ছিল তাঁর গলায় শেষ কাউন্টডাউনের ঘোষণা। একটি অপ্রত্যাশিত মৃত্যু। খুব খারাপ লাগছে। প্রনাম!”আদিত্য এল ১-এর কাউন্টডাউনের সময় এন ভালোরমাথি উপস্থিত ছিলেন না। চন্দ্রযান ৩-এর গোটা টিম এবং ইসরোর অন্য বিজ্ঞানীরা তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ”ভালারমাথি ম্যাডামের মৃত্যুর কথা শুনে আমি খুবই দুঃখিত। তিনি অনেকের কাছে সত্যিকারের অনুপ্রেরণা ছিলেন এবং প্রতিটি লঞ্চের সময় তার ভয়েস মিস করা হবে। ওম শান্তি।”

 

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved