Home Health হোয়াইট লাং সিনড্রোম, মারণ ভাইরাস কোভিডের পর বাড়ছে নয়া বিপজ্জনক ভাইরাসের আতঙ্ক

হোয়াইট লাং সিনড্রোম, মারণ ভাইরাস কোভিডের পর বাড়ছে নয়া বিপজ্জনক ভাইরাসের আতঙ্ক

by Mahanagar Desk
18 views

মহানগর ডেস্ক: মারণ ভাইরাস কোভিডের পর এবার নয়া ভাইরাসের সম্ভাব্য হানা ফের ঘুম কেড়ে নিতে চলেছে বিশ্বের। এ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে অনলাইনে। চার বছর আগে চিনের উহানে প্রথম দেখা গিয়েছিল কোভিড ভাইরাস। তারপর সারা বিশ্বকে তার ফল ভুগতে হয়েছে। প্রাণ গিয়েছে লক্ষ লক্ষ মানুষের। স্তব্ধ হয়েছিল স্বাভাবিক জীবনযাত্রা। সেই ভয়ঙ্কর বিভীষিকা কাটিয়ে যখন গোটা বিশ্বে স্বস্তি ফিরেছে। বিধিনিষেধ কেটে গিয়েছে যখন আগের ছন্দে ফিরে এসেছে পৃথিবী,ঠিক তখনই ফের মহা-আতঙ্কের খবর নিয়ে এল এই হোয়াইট লাং সিনড্রোম। বিশেষজ্ঞদের মতে, এটি অভিনব ব্যাকটেরিয়াস নিউমোনিয়া স্ট্রেনের ফলে সৃষ্ট হোয়াইট লাং সিনড্রোম সারা বিশ্বের বহু দেশে আতঙ্ক ছড়াতে শুরু করেছে।

এটি শ্বাসপ্রশ্বাসজনিত অসুস্থতা, যা তিন থেকে আট বছরের শিশুদের ওপর সংক্রমণ ছড়াচ্ছে। এর প্রকৃত কারণ কি,তা খুঁজে বের করতে যখন অনুসন্ধান শুরু হয়েছে,তখন বিশেষজ্ঞদের সন্দেহ এটি নতুন চিহ্নিত মাইকোপ্লাসমা নিউমোনিয়ের সঙ্গে সম্পর্কযুক্ত। মাইকো নিউমোনিয়ে শ্বাসযন্ত্রের সংক্রমণের সাধারণ কারণ বলেই ধরা হয়ে থাকে। আক্রান্ত শিশুদের বুক এক্স রে করলে সাদা রঙের পোচ চোখে পড়ছে।

এই সংক্রমণ বিভিন্ন শ্বাস-সংক্রান্ত সমস্যার সঙ্গে এর যোগ রয়েছে। যেমন একিউট রেসপিরেটরি ডিসট্রেস সিনড্রোন. পালমোনারি মাইক্রোলিথিয়াসিস ও সিলিকা সম্পর্কিত পরিস্থিতি। এই হোয়াইট লাং সিনড্রোমের উপসর্গ হিসেবে বিভিন্ন কারণের ওপর নির্ভরশীল। যেমন শ্বাসপ্রশ্বাস নিতে সমস্যা,কফ কাশি,বুকে ব্যথা, জ্বর এবং অবসন্নতা। এগুলি দেখেই এই অসুখের ইঙ্গিত মিলছে বলে জানা গিয়েছে।     

 

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved