Homeব্রেকিংFirhad Hakim: সাত সকালে রাজ্যের পৌরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে CBI

Firhad Hakim: সাত সকালে রাজ্যের পৌরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে CBI

- Advertisement -

কলকাতা: এবার কেন্দ্রীয় সংস্থার নজরে কলকাতার পুরপ্রধান ফিরহাদ হাকিম। রবিবার সাত সকালে রাজ্যের পৌরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে দেয় সিবিআই। জানা যাচ্ছে পুর নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী তল্লাশি চালাচ্ছে। ছুটির দিনে এই ঘটনা স্বাভাবিক ভাবেই বঙ্গের রাজনৈতিক মহলের পারদ হু হু করে বাড়িইয়ে তুলেছে।

 জানা গিয়েছে আজ রবিবার সকাল ৭টা নাগাদ নিজাম প্যালেস থেকে  প্রায় সাত থেকে আটটি গাড়ি  চেতলা অগ্রণীর পাশে থাকা মন্ত্রীর ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দেয়। ইতিমধ্যেই গোয়েন্দারা পৌঁছে গিয়েছেন সেখানে।    প্রায় ৫-৬ গোয়েন্দা আধিকারিক গিয়েছেন ফ্ল্যাটের ভিতরে। মন্ত্রী বাড়িতেই রয়েছেন বলে সূত্রের খবর। বেলার দিকে কাজের জন্য ফিরহাদ যাতে বেড়িয়ে না যায় সেই কারণে সাত সকালেই সিবিআই-এর দল পৌঁছে গিয়েছে।উত্তেজনা এড়াতে এক কোম্পানির জওয়ান  মতেয়েন রয়েছে। সেই জায়গায় ফিরহাদের নিরাপত্তারক্ষীরাও রয়েছেন। তবে কাউকেই মন্ত্রীর বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না।

এই খবর ছড়িয়ে পড়তেই তৃণমূল সমর্থকরা প্রবল প্রতিবাদ শুরু করে। অনেকেই কেন্দ্রীয় সরকাররে বিরুদ্ধে শ্লোগান দিচ্ছেন। ফিরহাদের বাড়িতে তাঁর আইনজীবী গোপাল হালদার এলেও তাঁকে ঢুকতে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী। সব মিলিয়ে ছুটির দিনে বঙ্গ রাজনীতিতে টান টান উত্তেজনা শুরু হয়েছে।

Most Popular