Home Entertainment ‘২৩ ডিসেম্বর ‘ডানকি’ টিম যাচ্ছে জয়পুরে’, ভুয়ো খবর থেকে বিরত থাকার নির্দেশ রেড চিলিজের

‘২৩ ডিসেম্বর ‘ডানকি’ টিম যাচ্ছে জয়পুরে’, ভুয়ো খবর থেকে বিরত থাকার নির্দেশ রেড চিলিজের

by Mahanagar Desk
12 views

মহানগর ডেস্ক: আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে শাহরুখ খানের বছরের তৃতীয় ছবি, ডানকি। ছবিটির মুক্তির আগে, সুপারস্টারের প্রোডাকশন হাউস রেড চিলিজ এন্টারটেইনমেন্ট থেকে দাবি করা একটি আমন্ত্রণ ভাইরাল হয়েছে। যা বলছে Dunki টিম জয়পুরে আসছে, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে৷

এটি জাল নোট বলে নিশ্চিত করেছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। সোশ্যাল মিডিয়ায় প্রোডাকশন হাউস বলেছে, “রেড চিলিজ এন্টারটেইনমেন্টের একটি জাল প্রচারের আমন্ত্রণ Dunki ছবির জন্য প্রচার করা হচ্ছে। যেখানে বলা হয়েছে ২৩ শে ডিসেম্বর জয়পুর জিটি মলে Dunki আসছে। অনুগ্রহ করে জানুন, এটি একেবারেই অসত্য। রেড চিলিস বা কাস্ট বা ছবির সঙ্গে যুক্ত কেউই এটিকে সমর্থন করছে না। আমরা সকলকে এতে অংশগ্রহণ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি।যেকোন ইভেন্টের ক্ষেত্রে আমরা একটি অফিসিয়াল ঘোষণা শেয়ার করব।”

জাল নোট, রেড চিলিস এন্টারটেইনমেন্ট লেটারহেড এবং লোগো সহ দাবি করছে যে, শাহরুখ খান, তাপসী পান্নু এবং ভিকি কৌশল সহ ছবির প্রধান কাস্ট এদিন জয়পুরে থাকবে এবং ক্রিয়াকলাপের জন্য মলে পরিদর্শন করবে। তবে জাল চিঠিটি রেড চিলিজ এন্টারটেইনমেন্ট একটি “ফেক নিউজ” স্ট্যাম্প সহ শেয়ার করেছে। এদিকে, ডানকি’র মুক্তির আগে, অভিনেতা-প্রযোজক SRK প্রস্তাব দিতে বৈষ্ণো দেবী এবং শিরডি সাই বাবা মন্দিরে গিয়েছিলেন প্রার্থনার জন্যে, তাঁর সঙ্গে তাঁর মেয়ে সুহানা খান ছিলেন, যিনি সম্প্রতি The Archies-এ অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন৷ কয়েকদিন আগে, Dunki, শিরোনাম O-এর একটি নতুন গানের প্রোমো সহ মাহি ও মাহি, ৫৮ বছর বয়সী ছবিটির শিরোনামের অর্থ ব্যাখ্যা করে লিখেছেন, “কারণ সবাই জিজ্ঞেস করে, কী করে? ডানকি মানে? Dunki মানে আপনার প্রিয়জনদের থেকে দূরে থাকা। এবং যখন আপনি তাদের সঙ্গে থাকেন, তখন কেউ অনুভব করে যে মুহূর্তটি সময়ের শেষ অবধি স্থায়ী হওয়া উচিত। ও মাহি ও মাহি….আজ দিগন্তে সূর্য অস্ত যাওয়ার আগে ভালবাসা অনুভব কর।”

ডানকি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি। ছবিতে, শাহরুখ খানকে তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, অনিল গ্রোভার এবং বিক্রম কোচারের সঙ্গে দেখা যাবে।

 

 

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved