Home Entertainment অনলাইন গেমিং অ্যাপ্লিকেশন সংক্রান্ত মামলায় রণবীর কাপুরকে তলব করল ইডি

অনলাইন গেমিং অ্যাপ্লিকেশন সংক্রান্ত মামলায় রণবীর কাপুরকে তলব করল ইডি

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: আইনি কোপে বলিউড অভিনেতা রণবীর কাপুর।ঋষি-পুত্রকে তলব করল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। অনলাইন গেমিং অ্যাপ্লিকেশন ডাক পড়ল অভিনেতার। আগামী শুক্রবার, ৬ অক্টোবর ইডির দফতের হাজিরা দিতে হবে রণবীরকে, চিঠি পাঠাল ইডি। তবে কারণ কী? চলতি বছর মহাদেব অনলাইন বেটিং চক্রের বিরুদ্ধে কোটি কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগে নাম জড়িয়েছিল সংস্থার মালিক সৌরভ চন্দ্রকরের।

তাঁর সঙ্গে নাম জড়িয়েছে একাধিক বলিউড অভিনেতা ও গায়কের। ঘটনার সূত্রপাত, চলতি বছরেই সংযুক্ত আরব আমিরশাহিতে বিয়ে করেন মহাদেব অনলাইন গেমিং অ্যাপে প্রচারক সৌরভ চন্দ্রকর। বিয়েতে প্রায় ২০০ কোটি টাকা খরচ করেছিলেন তিনি। এবং তাঁর বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বলিউড তারকা। একই সময়ে মহাদেব অ্যাপের সাফল্য উদ্‌যাপনেও পার্টি রেখেছিলেন সৌরভ। সেখানেও বসেছিল বলিউড তারকাদের আসর। সেই কারণে মহাদেব অ্যাপের প্রচারকের সঙ্গে তাঁদের সমীকরণ নিয়ে তারকাদের প্রশ্ন করবে ইডি। পাশাপাশি, অনলাইন গেমিংকাণ্ডে তাঁরাও জড়িয়ে আছেন কিনা, তা অনুসন্ধানেও নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রণবীর ছাড়াও ইডির স্ক্যানারে রয়েছেন অন্তত ১৫-২০ জন তারকা। যেমন, গায়ক আতিফ আসলাম, রাহত ফতেহ আলি খান, বিশাল দাদলানি, সুখবিন্দর সিংহ, নেহা কক্কর। রয়েছেন টাইগার শ্রফ, এলি আব্রাম, সানি লিওনি, ভাগ্যশ্রী, পুলকিত সম্রাট, কৃতি খরবান্দা, নুসরত ভারুচা।

এছাড়াও আছেন কৌতুকাভিনেতা ভারতী সিংহ, কৃষ্ণা অভিষেকও। সাক্ষ্যপ্রমাণ অনুযায়ী, সৌরভ চন্দ্রকরের বিয়ের হাওয়ালার মাধ্যমে হয়েছিল।সেই বাবদ ১১২ কোটি টাকা দেওয়া হয়েছিল একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে। এরপর এলাহি হোটেল বুকিংয়ের জন্যেও দেওয়া হয় ৪২ কোটি টাকা।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved